What happens to the money if the investor dies during the SIP?
শেয়ার মার্কেটে বিনিয়োগ করা আপনারা কম বেশি সকলেই জানি ঝুঁকিপূর্ণ কিন্তু ভালো মিউচুয়াল ফান্ড তার তুলনায় অনেক কম ঝুঁকি পূর্ণ এবং রিটার্ন ও খুব ভালো পাওয়া যায়। মিউচুয়াল ফান্ডে SIP সিস্টেমের মাধ্যমে নাকি তার মাসিক ইনকামের অল্প অংশ বিনিয়োগ করেন মেয়াদ শেষে খুব ভালো রিটার্ন পান। এখন প্রশ্ন হলো যদি কেউ এই SIP চালাতে চালাতে বিনিযোগ কারীর মৃত্যু হয় তাহলে সেই টাকার কি হবে ?বিনিয়োগকারী মারা যাওয়ার পর তার পরিবার কি SIP চালিয়ে যেতে পারবে ?আপনাদের মনে থাকা এই সমস্ত প্রশ্নের উত্তরের জন্যই আজকের প্রতিবেদনটি আলোচিত হয়েছে।
এই পরিস্তিতে জানিয়ে রাখি ,SIP তে যে ম্যাচুরিটি পর্যন্ত চালিয়ে যেতে হবে তার কোনো নিয়ম নাই বিনিয়োগকরি জীবিত অবস্থায় যেকোনো সময়ই তার এস এই পি পারে এর জন্য তাকে অতিরিক্ত কোনো চার্জ দিতে হবে না.কিন্তু যদি অটো পে ব্যাবস্তা মিউচুয়াল ফান্ডের SIP তে যুক্ত
তাকে তাহলে বিনিয়োগকারী মারা যাওয়ার পরও ব্যাঙ্ক থেকে টাকা কাটার ব্যবস্থ্যা চালু থাকবে।
এখন মূল কথা হলো বিনিয়োগকারীর মৃত্যু হলে টাকা পাওয়া যাবে ?
মিউচুয়াল ফান্ড এ SIP চলাকালীন কোনো কারণ বসত যদি বিনিয়োগকারী মৃত্যু হয় ,এবং মৃত্যুর পরেও টাকা তোলা যাবে কিনা বা করা তুলতে পারবে এই সস্ত কিছু নির্ভর করে মিউচুয়াল ফান্ড এবং বিনিয়োগকারী বেক্তির চুক্তির উপর নির্ভর করে। এস এই পি যদি বকেয়া না থাকে তাহলে যে কোনো রিডিম করা যাবে। কিন্তু যদি এখন মিউচুয়াল ফান্ডের ধরণের উপায়ে সেটি যদি লক ইন পিরিয়ড হয় তাহলে রিডিম করার ক্ষেত্রে চার্জ দিতে হবে।
গুরুত্বপূর্ণ আপডেট »আপনি কি জানেন Tata Mutual ফান্ডে মাত্র ৭৯০ টাকা বিনিয়োগ করে লাখোপতি হওয়া যায়। যদি না জেনে থাকেন তাহলে জেনে নিন এখনই এখানে।
এখন যে প্রশ্ন টি গুরুত্বপূর্ণ সেটি হলো বিনিয়োগকারীর মৃত্যুর পর টাকা পাবে কে বা কারা ?
একটা কথা মায়্যা রাখতে হবে যদি যৌথ্য বিনিয়োগকারী হয়ে থাকেন তাহলে যদি একজন মারা যায় তাহলে অপরজন ম্যাচুরিটি এর শেষে সেই টাকা পায়ে যাবেন। আর যদি একক বিভাবে থাকেন সেক্ষেত্রে বিনিয়োগকারী র নমিনি যে রয়েছে সে পাবেন। আর যদি কোনো নমিনি না থাকেন তাহলে বংশনাসূত্র এ যে উত্তরাধিকারী আছেন সেই বেক্তি পাবেন টাকাটি।