How to Make Double Money : আপনি যদি খুব কম সময়ের মধ্যে আপনার টাকা ডবল(Double) করতে চান তাহলে আজকের প্রতিবেদন টি আপনার কাছে গুরুত্বপূর্ণ হতে চলেছে।
কারণ ভারতের সবচেয়ে বৃহত্তম ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় গ্রাহক দের জন্য বিভিন্ন রকমের স্কিম নিয়ে আসে। তার মধ্যে সবচেয়ে কম সময় বেশি রিটার্ন পেতে সবই এর মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করলে সবচেয়ে বেশি লাভবান হতে পারেন। তবে আজ আমরা এমন একটি মিউচুয়াল ফান্ড এর সম্পর্কে জানাবো যেখানে ৪ বছরে টাকা প্রায় ডবল হয়ে যাবে। এই বিষয়ে জানতে আজকের প্রতিবেদন টি পড়ুন।
SBI এর স্কিম যাতে টাকা বিনিয়োগ করলে ৪ বছরে দ্বিগুন হয়ে যাবে
এখন আপনি ৪ বছরের মধ্যেই আপনার টাকা ডবল করতে চান তাহলে SBI ব্যাংকার স্কিম এর পরিবর্তে সবই আয়ের মিউচুয়াল ফান্ড স্কিম এ বিনিয়োগ করুন। তবে আজ আমরা যে স্কিম সম্পর্কে জানাবো তাতে ৪ বছরের কম সময় আপনার টাকা ডবল হবে। SBI এর এই রকম স্কিম এর নাম হলো “SBI Mid Cap Fund”. এই স্কিম এ আপনার টাকা বাজারের মিড্ ক্যাপ কোম্পানি গুলোতে বিনিয়োগ করা হয় এবং দীর্ঘ্য মেয়াদে ভালো রিটার্ন পেতে সাহায্য করে। এই ফান্ড যদি আপনি নিজে শেয়ার বাজারে বিনিয়োগ করেন তাহলে বেশি ঝুঁকি সাপেক্ষ হয়ে যাবে। এই স্কিম টি বিগত ২৯ মার্চ ২০০৫ সালে লঞ্চ করা হয়েছিল। SBI Mid Cap Fund এর বর্তমান নেট এসেট ভ্যালু (NAV )২২৩.৬৫ টাকা।
দেখা গেছে গত এক বছরে ৩৮.৯৬ শতাংশ পর্যন্ত ব্যাপক রিটার্ন দিয়েছে SBI আর এই মিউচুয়াল ফান্ড স্কিম। এছাড়াও গত ৩ বছরে ২৩.৭৬ শতাংশ। এবং ৫ বছরে ২৫.১২ শতাংশ এছাড়াও লঞ্চ হওয়ার পর থেকে এখনো পর্যন্ত বার্ষিক ১৭.৫২ শতাংশ রিটার্ন দিয়েছে। গত ৩০ সে এপ্রিল ২০২৪ তারিক অনুযায়ী এই ফান্ডের সাইজও ১৭৯১০.২৪ কোটি টাকায় পৌঁছেছে। এতে সর্ব নিম্ন ৫০০০ টাকা বিনিয়োগ করতে পারেন। এবং অতিরিক্ত সর্ব নিম্ন ১০০০ টাকা ইনকাম করতে পারেন। আচার SIP পদ্ধতিতে সর্ব নিম্ন ৫০০ টাকা বিনিয়োগ করতে পারেন
আরো পড়ুন “Mutual Fund এর দৌলতে আপনার কাছে মাত্র ১২০০০টাকা থাকলেই আপনি কোটিপতি হতে পারেন। কিভাবে জানুন এখানে“
এখন জানাবো কিভাবে এই টাকা ৪ বছরে ডবল হবে (How to Make Double Money)
গত হিসাব অনুযায়ী দেখা গেছে যেহেতু SBI Mid Cap Fund বিগত তিন বছরে ২৩.৭৬ শতাংশ এবং ৫ বা বছরে ২৫.১২ শতাংশ রিটার্ন দিয়েছে , তাই আমাদের ধারণা এই হিসাব অনুযায়ী ৪ বছরে সর্ব নিম্ন ২০ শতাংশ রিটার্ন দিতে পারে। অর্থাৎ আপনি যদি এখন ১ লক্ষ টাকা বিনিয়োগ করেন তাহলে ২০ শতাংশ রিটার্ন অনুযায়ী আপনি মোট ২,০৭,৩৬০ টাকা রিটার্ন পাবেন। যা আপনার কাছে ডাবলের চেয়েও বেশি। এইভাবে মিউচুয়াল ফান্ডে টাকা ডবল করার সুযোগ রয়েছে। তবে মনে রাখবেন এই মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করার সময় অবশই আর্থিক উপদেষ্টার পরামর্শ নেবেন। কারণ মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ বাজার গত ঝুঁকি সাপেক্ষ।
দাবিত্যাগ :
একটি কথা ভালো করে জেনে রাখা ভালো আমরা কোনো সিকিউরিটি এন্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া (SEBI ) নির্ধারিত আর্থিক উপদেষ্টা নই।
এই প্রতিবেদনটি শুধু মাত্র শিক্ষামূলক উদ্দ্যেশে তৈরি করা হয়েছে। আমরা কোনো ভাবে বিনিয়োগ করার পরামর্শ প্রদান করি না। আপনার বিনিয়োগের সিদ্ধান্ত আপনার নিজের এবং ঝুঁকি সহনশীলতার উপর নির্ভর করে নিতে হবে। কারণ মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ বাজার গত ঝুঁকি সাপেক্ষ