আপনি কি জানেন মিউচুয়াল ফান্ডে একবার মাত্র ২৫০০০ টাকা রাখলে ৯.৫৮ লাখ টাকা রিটার্ন পেতে পারেন ! আপনিও যদি এই রিটার্ন এর লাভ পেতে চান তাহলে এখনই জানুন এবং বিনিয়োগ করার কথা ভাবতে পারেন।

বর্তমানে কম বেশি সবাই চায় তার কষ্টের টাকা বিনিয়োগ করে মোটা রিটার্ন পেতে বা পাওয়া আশায়। কিন্তু বর্তমানে ফিক্সড ডিপোজিট এ বিনিয়োগ করলে খুব বেশি রিটার্ন পাওয়া যায় না। আখ আপনি বিনিয়োগকারী হন ভালো রিটার্ন পেতে চান তাহলে সবচেয়ে বেশি রিটার্ন পেতে চান তাহলে শেয়ার বাজারে বা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করা ছাড়া কোনো উপায় নাই। তবে মনে তাখতে হবে এতে বিনিযোগ কিন্তু ঝুঁকি সাপেক্ষ। আজ আমরা SBI এর একটি মিউচুয়াল ফান্ডের স্কিম এর ব্যাপারে জানাবো। যেখানে আপনি মাত্র একবার ২৫০০০ টাকা বিনিয়োগ করে ৯.৫৮ লক্ষ টাকা রিটার্ন পেতে পারেন। আপনিও যদি এই মিউচুয়াল ফান্ডের ব্যাপারে জানতে ইচ্ছুক হন তাহলে অবশই এই প্রতিবেদন টি পড়ুন

SBI-এর মিউচুয়াল ফান্ড স্কিম (SBI Mutual Fund Scheme)
আজ আমরা SBI এর একটি দারুন আকর্ষণীয় ফান্ডের ব্যাপারে জানাবো যার নাম হলো SBI Magnum Mid Cap Fund। নাম শুনাই আপনাদের অনেকেই হয়তো বুঝে গেছেন যে এটি স্মল ক্যাপ কোম্পানি গুলোতে বিনিয়োগ করে থাকে। এতে রিস্ক এর পরিমান যেমন বেশি ঠিক তেমনি ছোট কোম্পানি হওয়ায় গ্রোথ এর পরিমাণ বেশি হয়। এখনো পর্যন্ত দেখা গিয়েছে এই কোম্পানিটি ব্যাপক রিটার্ন দিয়েছে। এই ফান্ডে আপনি সর্বনিম্ন মাসিক ৫০০ টাকা বিনিয়োগ করতে পারেন। এবং এককালীন ও বিনিয়োগ করতে পারেন। এখনো পর্যন পর্যন্ত ১২,৫৫৫ কোটি টাকার বিনিয়োগ পেয়েছে এই হাউস টা

এখন প্রশ্ন হলো কত টাকা সুদ পাওয়া যাবে ?
মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ক ক্ষেত্রে কোনো নির্দিষ্ট কোনো সুদের হার থাকে না। তবে দেখা গেছে এই SBI মিউচুয়াল ফান্ড টি বিগত এক বছরে বিনিয়োগকারীদের ৪০.৮ শতাংশ অবিশ্বাস্য রিটার্ন দিয়েছে। গত ২ বছরেও ফান্ড টি ২৪.২শতাংশ এবং ৫ বছরে ২৩.১ শতাংশ বাম্পার রিটার্ন দিয়েছে। একটা মজার বিষয় হলো ফান্ড টি শুরু হওয়ার পর থেকে এই ফান্ড টি ২০.১ শতাংশ রিটার্ন দিয়ে বিনিয়োগ কারীদের বিত্তমান করে তুলেছেন। এখন আপনি যদি অকলপ্তে ২৫০০০ টাকা বিনিয়োগ করেন তাহলে কত টাকা রিটার্ন আসা করতে পারেন তার একটা হইব করা যাক।

এখন মনে উঁকি দেওয়া প্রশ্ন হলো একবারে ২৫ হাজার টাকা বিনিয়োগ করলে ৯.৫৮টাকা কিভাবে পাওয়া যাবে?
SBI এর এই স্কিম আপনি যদি অকলপ্তে ২৫০০০ টাকা বিনিয়োগ কোরান তাহলে কিভাবে ৯.৫৮ লাখ টাকা রিটার্ন পেতে পারেন তা হিসাব করে দেখি। বিগত ১ ,২ বছরে ভালো রিটার্ন দিয়েছে বলে যে ভবিষ্যতে এরকম রেটিরন দেবে আর কোনো মানে নাই। তবে ফান্ড টি তৈরির পর থেকে গড় রিটার্ন দেখে বার্ষিক ২০ শতাংশ রিটার্ন এর আসা করা যায়। এখানে যদি বার্ষিক ২০% রিটার্ন দেবে ধরে নেওয়া যায় , তবে একলপ্তে ২৫ হাজার টাকা যদি ২০ বছরের জন্য বিনিয়োগ করা হয় তাহলে ৯.৫৮ লক্ষ টাকা রিটার্ন পাওয়া যায়।

দাবিত্যাগ :-একটি কথা ভালো করে জেনে রাখা ভালো আমরা কোনো সিকিউরিটি এন্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া (SEBI ) নির্ধারিত আর্থিক উপদেষ্টা নই।
এই প্রতিবেদনটি শুধু মাত্র শিক্ষামূলক উদ্দ্যেশে তৈরি করা হয়েছে। আমরা কোনো ভাবে বিনিয়োগ করার পরামর্শ প্রদান করি না। আপনার বিনিয়োগের সিদ্ধান্ত আপনার নিজের এবং ঝুঁকি সহনশীলতার উপর নির্ভর করে নিতে হবে। কারণ মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ বাজার গত ঝুঁকি সাপেক্ষ

Leave a Comment