আপনি কি জানেন ১ লক্ষ টাকা MUTUAL FUND এ বিনিয়োগ করলে কত টাকা রিটার্ন পাওয়া যায় না জানলে জানুন এখানে

ব্যাংকের এফডি তে বা পোস্ট অফিস এ টাকা রেখে নিশ্চিত রিটার্ন পাওয়া যায় এটা ঠিকই কিন্তু সেটার পরিমান নির্দিষ্ট।তবে এটাও ঠিক মিউচুয়াল ফান্ডে টাকা রাখলে আর থাকে বেশি রিটার্ন পাওয়া যায় ,কিন্তু সেক্ষেত্রে আপনাকে সঠিক ফান্ড সম্বন্ধে জানতে হবে। কারণ আপনি আপনি যদি ভুলভাল ফান্ডে বিনিয়োগ করেন তাহলে আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন। যে সমস্ত মানুষেরা বেশি রিটার্ন পেতে চায় তারা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করা পছন্দ করেন। আজ আপনাদের জানাবো মিউচুয়াল ফান্ডে এক লক্ষ টাকা রাখলে কত টাকা রিটার্ন পাবেন, এজন্যে এই প্রতিবেদন টি পড়তে হবে।

MUTUAL FUND ১০০০০০ টাকা বিনিয়োগ করলে কত পাবেন ?

যেহেতু MUTUAL FUND বিনিয়োগ করলে কত টাকা রিটার্ন আসবে তার সঠিক কোনো ক্যাল্কুলেশনের মেথর্ড নাই ,ঠিক যেমন পোস্ট অফিস বা ব্যাংকার এসডি তে আছে। তবে একটি ভালো মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করলে খুব সহজেই ১২ থেকে ১৫ শতাংশ রিটার্ন পটে পারেন। এখন প্রশ্ন হলো আপনি যদি ১২ থেকে ১৫ শতাংশ রিটার্ন অনুযায়ী আপনি যদি এক লক্ষ টাকা বিনিয়োগ করেন তাহলে ৫ বছর ,১০বছর ,১৫ বছর , ২০ বছর পর কত টাকা পেতে পারেন সেই বিষয় নিচে বিস্তারিত আলোচনা করা হলো

পাঁচ বছরের রিটার্ন কত পাবেন ?
আপনি যদি পাঁচ বছরের জন্য এক লক্ষ টাকা বিনিয়োগ করেন তাহলে বার্ষিক ১২ শতাংশ সুদের হরে রিটার্ন পাবেন ১,৭৬২,৩৪ টাকা। ওই একই জায়গায় ১৫ শতাংশ সুদের হরে রিটার্ন পান তাহলে ৫ বছরে মোট ২,০১১,৩৬ টাকা রিটার্ন পাবেন।

দশ বছরের রিটার্ন কত পাবেন ?
আপনি যদি দশ বছরের জন্য এক লক্ষ টাকা বিনিয়োগ করেন তাহলে বার্ষিক ১২ শতাংশ সুদের হরে রিটার্ন পাবেন ৩,১০,৫৮৫টাকা। ওই একই জায়গায় ১৫ শতাংশ সুদের হরে রিটার্ন পান তাহলে দশ বছরে মোট ৪,০৪,৫৫৬টাকা রিটার্ন পাবেন।

পনেরো বছরের রিটার্ন কত পাবেন ?
আপনি যদি পনেরো বছরের জন্য এক লক্ষ টাকা বিনিয়োগ করেন তাহলে বার্ষিক ১২ শতাংশ সুদের হরে রিটার্ন পাবেন ৫,৪৭,৩৫৭। ওই একই জায়গায় ১৫ শতাংশ সুদের হরে রিটার্ন পান তাহলে পনেরো বছরে মোট ৮,১৩,৭০৬ টাকা রিটার্ন পাবেন।

কুড়ি বছরের রিটার্ন কত পাবেন ?
আপনি যদি কুড়ি বছরের জন্য এক লক্ষ টাকা বিনিয়োগ করেন তাহলে বার্ষিক ১২ শতাংশ সুদের হারে রিটার্ন পাবেন ৯,৬৪,২২৯। ওই একই জায়গায় ১৫ শতাংশ সুদের হারে রিটার্ন পান তাহলে কুড়ি বছরে মোট ১৬,৩৬,৬৫৪ টাকা রিটার্ন পাবেন।

উপসংহার

আপনি যদি একটি ভালো মিউচুয়াল ফান্ড নির্বাচন করে তাতে এক লক্ষ টাকা বিনিয়োগ করেন সেক্ষেত্রে বিভিন্ন মেয়াদের জন্য কিরকম রিটার্ন পাওয়া যায় তার একটি ধারণা আপনাদের দিতে সক্ষম হওয়া গেছে। তবে আবারো একটি কথা আপনাদের বলার MUTUAL FUND এ বিনিয়োগ বাজার গত ঝুঁকি সাপেক্ষ তাই ওপর এর দেখানো ক্যাল্কুলেটিভ রিটার্ন এর সঙ্গে সবসময় বাস্তবে রিটার্ন নাও থাকতে পারে।
এই প্রতিবেদন টি শুধুমাত্র শিক্ষামূলক হিসাবে তৈরি করা। আমরা মোটেও বিনিয়োগ করার জন্য উৎসাহিত করি না ,বা পরামর্শ দিই না।
বিনিয়োগের ক্ষেত্রে অবশই নিজস্ব মতামত বা আর্থিক উপদেষ্টার পরামর্শ নিতে ভুলবেন না।
আপনার দিন শুভ হউক।

Leave a Comment