Tata Mutual:-আমরা সকলেই মনে মনে একটু আশা করি যাতে কম সময় উচ্চ রিটার্ন পাওয়া যায়। এর জন্য আপনাকে ব্যাঙ্ক বা পোস্ট অফিসের বদলে মিউচুয়াল ফান্ডের প্রতি বিনিয়োগের কথা ভাবতে হবে।
আজকের প্রতিবেদনা আমরা আপনাদের জানাবো Tata কোম্পানির একটি আকর্ষণীয় মিউচুয়াল ফান্ড সম্পর্কে জানাবো। জেতাতে FD এর তুলনায় তিন গুনের বেশি রিটার্ন পাওয়া যায়। এতে আপনি মাত্র মাসে ৭৯০ টাকা বিনিয়োগ করে ৫ বছরেই লাখোপতি হতে পারেন।
আসুন জেনে নেওয়া যাক এই মিউচুয়াল ফান্ডের নাম। এই মিউচুয়াল ফান্ডের নাম হলো “Tata Small Cap Fund Regular Growth”. এই মুতুয়াল ফান্ড সম্পর্কে বিস্তারিত জানতে সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ুন।
Tata Small Cap Fund Regular Growth
Tata Mutual:-টাটা কোম্পানির যে মিউচুয়াল ফান্ড সম্পর্কে আলোচনা করা হচ্ছে তারা মূলত শেয়ার বাজারের স্মল ক্যাপ কোম্পানি গুলোতে বিনিয়োগ করে। যার কারণে এই মিউচুয়াল ফান্ড টি তে উচ্চ রিটার্ন পাওয়া যায়। তবে এর মধ্যে ঝুঁকির পরিমাণ বেশি। এই মিউচুয়াল ফান্ডের ইতিহাসের কথা জানাই এখানে গত ১ বছরে ফান্ডটি বিনিয়োগকারী দের ৪৪ শতাংশ বাম্পার রিটার্ন দিয়ে বিত্তমান করে তুলেছে। এছাড়াও বিগত ৩ বছরে ফান্ড টি প্রায় ২৭ শতাংশ।,এবং ৫ বছরে ২৯ শতাংশ একই সঙ্গে ফান্ডটি লঞ্জ হবার পর থেকে এখনো পর্যন্ত ২৭ শতাংশ বাম্পার রিটার্ন দিয়েছে।
Tata Small Cap Fund Regular Growth এর সাইজ বর্তমানে ৭০৮৩ কোটি টাকা (৩১মে ,২০২৪ অনুযায়ী ). বর্তমানে এখানে সর্ব নিম্ন ৫০০০ টাকা বিনিয়োগ এবং সর্বনিম্ন ১০০০ টাকা অতিরিক্ত বিনিয়োগ করতে পারেন। এছাড়াও সর্বনিম্ন ১০০ টাকা সিপ্ এর মধ্যেমে বিনিয়োগ করতে পারেন
এখন যদি আপনি ৭৯০ টাকা বিনিয়োগ কেন তাহলে কত দিনে লাখপতি হবেন
আপনারা হয়তো জানেন চক্রবৃদ্ধি হারে টাকা বাড়তে থাকলে কখন যে একটা বড় তহবিল তৈরি হবে তা আপনারা বুজটাও পারেন না। যেমন Tata Small Cap Fund Regular Growth এ আপনি যদি সর্বনিম্ন ৭৯০ টাকা SIP শুরু করলে তাহলে ৫ বছরেও লাখপতি হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। এখন আপনি যদি প্রতি মাসে ৭৯০ টাকার SIP শুরু করেন এবং অতীতের রিটার্ন এর মতো একই রকম রিটার্ন দেয় অর্থাৎ ২৭ শতাংশ রিটার্ন দেয় তাহলে ৫ বছরে আপনি মোট যে পরিমান অর্থ দেন সেটি হলো ১,০০,৫২৮ টাকা। যেখানে আপনার বিনিয়োগের পরিমান হবে ৪৭,৪০০ টাকা এবং প্রাপ্ত সুদের পরিমান হবে ৫৩,১২৪ টাকা।
দাবিত্যাগ :-
একটি কথা ভালো করে জেনে রাখা ভালো আমরা কোনো সিকিউরিটি এন্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া (SEBI ) নির্ধারিত আর্থিক উপদেষ্টা নই।
এই প্রতিবেদনটি শুধু মাত্র শিক্ষামূলক উদ্দ্যেশে তৈরি করা হয়েছে। আমরা কোনো ভাবে বিনিয়োগ করার পরামর্শ প্রদান করি না। আপনার বিনিয়োগের সিদ্ধান্ত আপনার নিজের এবং ঝুঁকি সহনশীলতার উপর নির্ভর করে নিতে হবে। কারণ মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ বাজার গত ঝুঁকি সাপেক্ষ