এবার গড় দারুন খবর গরিবেরাও হতে পারে বিত্তমান ! মাত্র ২৫০ টাকা বিনিয়োগ করে।

SEBI চেয়ারপারসন মাধবী পুরি বুচ সম্প্রতি কালে একটি আলোচনায় বলেছেন আবার মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ মাত্র ২৫০ তাকে করা যাবে।
যার ফলে একদম প্রান্তিক বা গরিব মানুষেরাও এর সুবিধা নিয়ে ধনী হওয়ার সুযোগ পাবেন। .কারণ মাত্র ২৫০ টাকা তারা SIP এর মাধ্যমে বিনিয়োগ করতে পারে।

মাত্র ২৫০ টাকা থেকে মিউচুয়াল ফান্ড এ বিনিয়োগ করা যাবে

মিউচুয়াল ফান্ডে ছোট ছোট বিনিয়োগের পরিমান দিনে দিনে বাড়ছে। এতে আর্থিক অন্তুর্ভূক্তির পরিমান যেমন বাড়বে ঠিক তেমনি এই ঘটনাকে ভবিস্যতে আর্থিক উন্নতির জন্য একটি শক্তিশালী পক্ষেপ বলে মনে করা হচ্ছে। সেবী চেয়ার পার্সিং সম্প্রতি একটি ইভেন্টে বলেছেন ২৫০ টাকা দিয়ে কিভাবে মিউচুয়াল ফান্ডে কাজ শুরু করা যাবে সে নিয়ে কাজ শুরু করেছে ক্যাপিটল মার্কার রেগুলেটর। তিনি আরো বলেছেন ২৫০ টাকা বিনিয়োগ করে কিভাবে বিনিয়োগ করে সুযোগ সুবিধা দেওয়া যায় সেই নিয়েই কাজ করছে মিউচুয়াল ফান্ড হাউস গুলি। এর ফলে বাজার আর্থিক ভাবে আরো শক্তিশালী হবে এবং আর্থিক অন্তর্ভুকই আরো বাড়বে বলে মনে করা হচ্ছে।

এর ফলে গরিবদেড় কি সুবিধা হবে

এই সুবিধা পাওয়া গেলে অনেক নিমবিত্ত গরিব যাদের আয় খুবই কম যাদের দিনের শেষে সঞ্চয় সেই রকম অর্থে তেমন কিছু হয় না তারা এই অল্প টাকা মিউচুয়াল ফান্ডে SIP এর মাধ্যমে বিনিয়োগ করতে পারলে দীর্ঘ্য মেয়াদি ভালো রিটার্ন পেতে পারেন। এতে তাদের অর্থাৎ কম আয় সম্পন্ন পরিবার আর্থিক সচলতা পাওয়ার সম্ভাবনা থাকে

ভারতীয় শেয়ার বাজার কিভাবে এর দ্বারা শক্তিশালী হবে

বাজারে এমনও কিছু মিউচুয়াল ফান্ড হাউস রয়েছে যারা ১০০ টাকা থেকে এসআইপি শুরু করা বিকল্প দেয়, কিন্তু এই পরিমাণ SIP চালানো তাদের পক্ষে কঠিন হওয়ার কারণে এগুলি খুব সীমিত। মাধবী পুরি বুচ উল্লেখ করেছেন যে ছোট ছোট SIP এর কারণে কিভাবে শেয়ারবাজারকে উৎসাহিত করা যাবে। তিনি এটিও জানান যে দু-এক বছর আগে বিশ্বব্যাপী সংকটের সময় ভারতীয় শেয়ারবাজারকে পতনের হাত থেকে কিভাবে বাঁচিয়েছিলেন বিনিয়োগকারীরা। স্বল্পমূল্যে এসআইপির কারণে বিনিয়োগকারীদের পরিমাণ আরো বাড়বে এবং এর ফলে ভারতীয় শেয়ারবাজার আরো শক্তিশালী হবে।

Leave a Comment