How a Working Man can Become a Millionaire:আজকের দিনে দাঁড়িয়া প্রত্যেক মানুষের কাছে ইনকাম করাটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু বর্তমান সময় দাড়িয়ে শুধু মাত্র ইনকাম করলেই হবে না তার পাশাপাশি ভবিষতের জন্য অল্প অল্প করে টাকা জমানো তও জরুরি কারণ কথায় আছে বিন্দু বিন্দু জলে সিন্ধু হয়। ঠিক একই ভাবে আপনি অল্প অল্প রটাকা জামালেরএ তা একদিন বিপুল অর্থে রূপান্তরিত হবে।
আজকের প্রতিবেদনে আমরা আলোচনা করবো যে কি পদ্ধতিতে টাকা ব্যাংকে জমানো যায়।
কিভাবে একজন জনমজুর খেটে খাওয়া মানুষ কোটিপতি (Become a Millionaire?)হতে পারবে ?
কিভাবে একজন জনমজুর খেটে খাওয়া মানুষ কোটিপতি হতে পারবে ?
ধরা যাক একজন ২৫ বছর বয়সের মানুষ দিনে ৫০০ টাকা উপার্জন করে এই ভাবে সে মাসে সে সর্বোচ্ছ ১২০০০ টাকা থেকে ১৫০০০ টাকা ইন ইনকাম করতে পারবে। ধরা যাক মানুষটি ৬০ বছর বয়স পর্যন্ত এই ভাবে খেটে প্রতি মাসে সে এই টাকাটি উপার্জন করতে পারে অর্থাৎ তার হাতে সময় আছে মাত্র ৬০-২৫ =৩৫ বছর।
এখন মানুষটি যদি ২৫ বছর বয়স থেকে ৬০ বছর বয়স পর্যন্ত মাসে ১০০০ টাকা যদি sip পদ্ধতির মাধ্যমে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেন তাহলে ১ কোটি টাকার ও বেশি রিটার্ন পাবে কারণ মিউচুয়াল ফান্ডে সুদ চক্র বৃদ্ধি হারে গণনা করা হয় যার কারণে মূলধনের উপর সুদ তো যোগ হয় আবার সুদের উপরও সুদ গণনা হয়।
এবার দেহ যাক মাসিক ১০০০ টাকা বিনিয়োগ করলে কত সময়ের মেয়াদে কত টাকা রিটার্ন পাওয়া যায়।
বয়স | বিনিয়োগের সময়কাল | রিটার্ন এর পরিমান |
---|---|---|
২৫-৪০ | ১৫ বছর | ৬,৭৬,৮৬৩ টাকা |
২৫-৪৫ | ২০ বছর | ১৫,১৫,৯৫৫ টাকা |
২৫-৫০ | ২৫ বছর | ৩২,৮৪,০৭৪ টাকা |
২৫-৫৫ | ৩০ বছর | ৭০,০৯,৮২১ টাকা |
২৫-৬০ | ৩৫ বছর | ১,৪৮,৬০,৬৪৫ টাকা |
এখন ধরে নেওয়া যাক আপনি ২৫ বছর বয়স থেকে বিনিয়োগ করছেন এবং আপনার মেয়াদ অনুযায়ী আপনি কত টাকা রিটার্ন পাবেন সেটা আপনি জেনে নিতে এখানে ক্লিক করুন sip ক্যালকুলেটর