গত তিন বছরে সবথেকে বেশি রিটার্ন দিয়েছে !২০২৪ সালেও এই তিনটি মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে পারেন।

আপনি যদি এই ২০২৪ সালে দাঁড়িয়ে ভালো মিউচুয়াল ফান্ডে টাকা বিনিয়োগ করার জন্য ভালো মিউচুয়াল ফান্ড খুঁজছেন ,তাহলে আপনি এই তিনটে মিউচুয়াল ফান্ডের কথা একবার ভাবতে পারেন। আজ আমাদের এই প্রতিবেদনে এমনি তিনটি মিউচুয়াল ফান্ডের কথা জানাবো যার সাহায্য আপনারা ভালো রিটার্ন পেতে পারেন। আপনি এই মিউচুয়াল ফান্ড গুলিতে এক লপ্তে বা SIP পদ্ধতিতে অল্প অল্প করে টাকা জমিয়ে সবচাইতে ভালো রিটার্ন দেবে।

বিগত তিন বছরে যে তিনটি মিউচুয়াল ফান্ড সবচাইতে বেশি রিটার্ন দিয়েছে

সঠিক মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করলে সঠিক সময় বিনিয়োগ করলে ব্যাঙ্কের চাইতে ৫ গুন্ বেশি রিটার্ন পাওয়া যায়। তাই এই পরিপ্রেক্ষিতে ২০২৪ সালে এই তিনটে মিউচুয়াল ফান্ড সম্পর্কে জানবো।আদিত্য বিরলা সান লাইফ পিএসইউ ইকুইটি ফান্ড ডাইরেক্ট গ্রোথ, Invesco India PSU Equity Fund এবং ICICI Prudential BHARAT 22 FOF এই তিনটি মিউচুয়াল ফান্ড দেখা গেছে গত তিন বছেরে ৪০শতাংশের বেশি রিটার্ন দিয়েছে। তবে এই ফান্ডের রিটার্ন সম্পর্কে বিস্তারিত জানতে এই প্রতিবেদন টি পড়ুন এবং এই আলোচনাটি গত ৩ বছরের ভিত্তি তে করা হয়েছে। তার মানে এই নয় যে ২০২৪ সালেও এই একই রিটার্ন হবে তার চাইতে বেশ হতে পারে আবার কম ও হতে পারে।

Invesco India PSU Equity Fund

গত এই তিন বছরে এই ফান্ড টি ৪৪.০৭ শতাংশ রিটার্ন দিয়েছে। এবং এক বছরে ১১৫.৮২ শতাংশ বাম্পার রিটার্ন দিয়েছে। বর্তমানে এই ফান্ডের NAV ভ্যালু ৮১.৬১ টাকা ফান্ড সাইজ ৯৫৬.৮৩ কোটি টাকা। এই ফান্ডটি তহবিলে ৯৬.৩ শতাংশ ডোমেস্টিক ইকুইটিতে বিনিয়োগ করেন। এই ফান্ড টি ২২.৬৫ শতাংশ মিড্ ক্যাপ স্টক এ ৬.৩৬ শতাংশ স্মল ক্যাপ এ এবং ৫৪.৩৯ শতাংশ লার্জ ক্যাপ এ বিনিয়োগ করে থাকে।

ICICI Prudential BHARAT 22 FOF

দেখা গেছে এই ফান্ড টিও গত তিন বছরে ৪২.৬৮ শতাংশ রিটার্ন পেয়েছে। গত ১ বছরে ৮০.৬৯ শতাংশ রিটার্ন পেয়েছে। বটটামে এই ফান্ডের NAV হলো প্রায় ৩৩.৯০ টাকা। ১,১৭৮.৭৩ কোটি টাকা। এই ফান্ড ৯৬.৫৩ শতাংশ ইকুইটি তে বিনিয়োগ করে থাকেন। যার মধ্যে লার্জ ক্যাপ কোম্পানি গুলো ৫১.৪১ শতাংশ। মিড্ ক্যাপ কোম্পানিগুলো ১১.৫০শতাংশ লার্জ ক্যাপ কোম্পানি গুলো তে ৫১.৪১ শতাংশ, ফান্ডে ৫০০ টাকা মিনিমাম টাকা বিনিয়োগ করা যেতে পারে

আদিত্য বিরলা সান লাইফ পিএসইউ ইকুইটি ফান্ড ডাইরেক্ট গ্রোথ

গত এই ৩ বছরে বিনিয়োগকারীদের ৪৪.৬৫ শতাংশ বাম্পার রিটার্ন দিয়ে তাদের বিত্তমান করে তুলেছে। গত এক বছরে এই ফান্ড টি ১১০ শতাংশ রিটার্ন দিয়ে গেছে। এর নেট অ্যাসেট ভ্যালু হলো ৩৯.৯৯ টাকা। এর ফান্ড সাইজ হলো ৪,১১৫.১৫ কোটি টাকা। এটি তার মূলধনের ৯৫.১৮ শতাংশ দেশীয় ইকুইটিতে বিনিয়োগ করেন। ২১.৭৯ মিড্ ক্যাপ কোম্পানি তে ৯.৯ শতাংশ স্মল ক্যাপ কোম্পানি এবং ৫৪.৭২ শতাংশ লার্জ ক্যাপ কোম্পানিতে বিনিয়োগ করে থাকে।

Leave a Comment