Best Small Cap Funds: বর্তমানে অনেক মানুষই আছে বিনিয়োগের ক্ষেত্রে খুব বাসি জানা না থাকার কারণে বা এই বিষয় নিয়ে এত গবেষণা করার সময় না থাকার কারণে তারা সরাসরি শেয়ার বাজারে বিনিয়োগ করেন না। তাদের বেশির ভাগই মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে পছন্দ করেন। আপনিও কি তাদের মতোই একজন তাহলে এই প্রতিবেদন টি বিশেষ ভাবে আপনার জন্য। এই ক কারণেই বলা হচ্ছে আজ আমরা এমন তিনটি স্মল ক্যাপ ফান্ড সম্পর্কে জনাব যেগুলি ইতিমধ্যেই মাত্র এক বছরে ৫০% রিটার্ন দিয়ে ছে।
৫০% রিটার্ন দিয়েছে মাত্র এক বছরে (Best Small Cap Funds)
কিছু মিউচুয়াল ফান্ড আছে যে গুলো বব কোম্পানিতে বিনিয়োগ করে ,কিন্তু মনে রাখতে হবে তাদের তুলনায় স্মল ক্যাপ কোম্পানি তে বিনিয়োগ করা ফান্ড গুলি বাসি রিটার্ন দেয়। কারণ বোবোর কোম্পানি গুলো অলরেডি তাদের সর্বোচ্ছ শীর্ষে অবস্থান করছে এবং এগুলি আর বেশি বাড়ার নাই। অন্য দিকে কিছু কিছু স্মল ক্যাপ কোম্পানি খুব দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে। আপনিও যদি এই রকম কম সময় রিটার্ন পেতে চান তাহলে স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড এ বিনিয়োগ করতে পারেন। .তবে মনে রাখতে হবে স্মল ক্যাপ কোম্পানি তে বিনিয়োগ করা একটু বেশি ঝুঁকি পূর্ণ। আজকে আমরা এমন তিনটি স্মল ক্যাপ ফান্ড সম্পর্কে জন্য যে গুলো মাত্র এক বছরে ৫০ শতাংশ রিটার্ন দিয়েছে
Franklin India Smaller Companies Fund
ফ্র্যাংকলিন ইন্ডিয়া স্মলার কোম্পানিজ ফান্ডে যে সমস্ত গ্রাহকেরা বিনিয়োগ করেছে দেখা গেছে তারা ১ বছরে ৫৬ শতাংশ রিটার্ন পেয়েছে। এছাড়াও ফান্ড টির দেওয়া তথ্য অনুযায়ী বিগত ৩ বছরে প্রায় ৩৩ শতাংশ ৫ বছরে প্রায় ২২ শতাংশ রিটার্ন দিয়েছে। এবং দেখা গেছে ৩১ march ২০২৪ পর্যন্ত ফান্ড টির আকার ছিল ১১৫৩৯.৬৪কোটি টাকা। এখন এই ফান্ডে বিনিয়োগ করার জন্য ন্যূনতম ৫০০০ টাকা প্রয়োজন এবং সর্বনিম্ন ৫০০ টাকা প্রয়োজন