প্রতিটা মানুষই বিনিয়োগের ক্ষেত্রে বেশি রিটার্ন লাভ করতে চান। তাই ব্যাংকের FD তে নয় বিনিয়োগ করুন Debt Fund ।সুবিধা গুলো দেখে নিন এখনই

বর্তমানে প্রতিটা মানুষই চায় নির্দিষ্ট কোনো স্থানে অর্থ বিনিয়োগ করতে এবং সেখান থেকে বেশি রিটার্ন নিয়ে ভবিষ্যতের আর্থিক সুবিধা করতে। এমন অনেক মাউস আছেন যাঁরা এই আর্থিক বিনিয়োগের জন্য এখনো ফিক্সড ডিপোজিট ওসি উপরি ভরসা রাখেন। যদিও ফিক্সড ডিপোজিট স্কিম নির্দিষ্ট সময়ের জন্য টাকা রাখলে নির্দিষ্ট সুদের হরে রিটার্ন পাওয়া যায়। তবে বর্তমানে Debt Fund বা মিউচুয়াল ফান্ড গুলি আরো অনেক বেশি রিটার্ন এর সুবিধা দিয়ে থাকেন। দেখে নিন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের সুবিধা কি কি ?

প্রতিটা মানুষই বিনিয়োগের ক্ষেত্রে বেশি রিটার্ন লাভ করতে চান। তাই ব্যাংকের FD তে নয় বিনিয়োগ করুন Debt Fund ।সুবিধা গুলো দেখে নিন এখনই

এখন অনেকের মনেই প্রশ্ন জাগছে Debt Fund কি ?

অর্থ বিনিয়োগের ক্ষেত্রে এখন আরো একটি অত্যন্ত লাভ জনক অপশন হলো এই ডেট বা মিউচুয়াল ফান্ড। এটি মূলতো মিউচুয়াল ফান্ডের ফান্ডের বিভাগ এই স্কিম সাধারনতো বন্ড ,সরকারি সিকিউরিটিজ , ট্রেজারি বিল ইত্যাদি রয়েছে। এখানে ন্যূনতম তিন বছরের জন্য টাকা বিনিয়োগ করতে পারেন গ্রাহকরা। তবে এক্ষেত্রে ঝুঁকির সম্ভবনা বেশি। তবে একটা চলমান কথা আছে “ডর কি আগে জিত হে “. তাই এই ঝুঁকি কে মেনে নিয়ে নির্দিষ্ট সময়ের জন্য এখানে বিনিয়োগ করে রাখা ভালো। তবে যেহেতু ঝুঁকি পূর্ণ তাই আর্থিক উপদেষ্টার মতামত যেটা গুরুত্বপূর্ণ। আবার আর্থিক বিশেষজ্ঞ রা মনে করেন অধিক সময়ের জন্য অর্থ বিনিয়োগ করে রাখতে চাইলে ইকুইটি তে করাই বুদ্ধিমানের কাজ.

নিরাপত্তা:

বর্তমানে বিশেষজ্ঞ রা মনে করেন Debt মিউচুয়াল ফান্ডে অর্থ বিনিয়োগ বিভিন্ন ইকুইটি ফান্ডের থেকে অনেক বেশি নিরাপদ। তবে Debt Fund ফান্ডের বিভিন্ন বিভাগ রয়েছে। এখানে বেশ কিছু স্বল্প মেয়াদি স্কিম এ বিনিয়োগ করা সম্ভব। তবে এক্ষত্রে দীর্ঘ্য মেয়াদি বন্ড করা যায়। তবে আবারো বলি অর্থ বিনিয়োগ ঝুঁকি পূর্ণও তাই করার আগে অবশই সমস্ত বিষয় গুলো ভালো করে পরে বুঝে নেবেন।

এত বকবকানির পর একটাই প্রশ্ন এই ডেট ফান্ড এর সুবিধা কি ?

বর্তমানে মিউচুয়াল ফান্ডের এই Debt Fund নিয়ে একটি বিশেষ লক্ষ মাত্রা গ্রহণ করা হয়েছে। গ্রাহক দেড় নিরাপত্তা সুনিচ্ছিত করার জন্য এবং ভালো আর্থিক ভালো রিটার্ন এর জন্য বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
এই স্কিম এর সুবিধা হলো গ্রাহক নিজের প্রয়োজনে ইচ্ছামতো টাকা তুলতে পারবে। এক্ষেত্রে ফিক্সড ডিপোজিটের মতো টাকা তোলার জন্য মেয়াদ পূর্তির জন্য অপেক্ষা করতে হবে না। যখন প্রয়োজন তখনি টাকা তুলতে পারবে। টাকা তোলার আবরদন করলে ঠিক তার একদিনের মধ্যেই সেই টাকা গ্রাহকের একাউন্ট এ ক্রেডিট হয়ে যাবে।
তিন বছরের আগে সময়ের জন্য মিউচুয়াল ফান্ড রিন্ ফান্ড ইউনিট বিক্রি করার মাধ্যমে মূলধন লাভ কর দিতে হয়। এবং সেই মূলধনের উপর ভিত্তি করে ট্যাক্সে স্ল্যাব গণনা করা হয়।

আরোও পড়ুন » অনেকেই তো বিনিয়োগ করেন বা করবেন বলে ভাবছেন। এখন একটি প্রশ্ন সবার মনে উঁকি মারে যে যদি আমি কখনো ভগবান না করুক মারা যাই তাহলে এই টাকাটা টির কি হবে ,কিভাবে আমার বাড়ির লোক টাকাটি পাবে। জানুন এখনই এই প্রতিবেদনে

দাবিত্যাগ :-একটি কথা ভালো করে জেনে রাখা ভালো আমরা কোনো সিকিউরিটি এন্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া (SEBI ) নির্ধারিত আর্থিক উপদেষ্টা নই।
এই প্রতিবেদনটি শুধু মাত্র শিক্ষামূলক উদ্দ্যেশে তৈরি করা হয়েছে। আমরা কোনো ভাবে বিনিয়োগ করার পরামর্শ প্রদান করি না। আপনার বিনিয়োগের সিদ্ধান্ত আপনার নিজের এবং ঝুঁকি সহনশীলতার উপর নির্ভর করে নিতে হবে। কারণ মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ বাজার গত ঝুঁকি সাপেক্ষ

আরোও পড়ুন » Strategy OF Mutual Fund :- আপনারা কি জানেন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ক্ষেত্রে ১৫X ২০X ১২ সূত্র জানলে আপনি সহজেই বিত্তবান হতে পারেন। কিভাবে জানুন এই প্রতিবেদনে।

Leave a Comment