বেশি বয়সে SIP শুরু করাও কিভাবে লাখ পতি হওয়া যায় ,জানুন বিস্তারিত এই প্রতিবেদনে

ধনী হওয়ার স্বপ্ন সবারই থাকে কিন্তু বেশির বাক্য মানুষ যেটা ভুল করে থাকে সেটি হলো সঠিক সময় সঠিক জিনিস টি গ্রহণ না করে। সবাই ভাবে যে প্রচুর পরিশ্রম করলেই আমি প্রচুর ধনী হতে পারবো। সেটা সব সময় সত্য নয়। এক্ষেত্রে আপনাকে বুদ্ধি প্রয়োগ করতে হবে। আমি যদি খুব অল্প বয়স থেকে টাকা বিনিয়োগ করেন তাহলে খুব কম সময় আপনি কোটিপতি হতে পারেন। কিন্তু যদি আপনি কম বয়সে না ইনভেস্ট করে ভুল করে থাকেন এবং সেই আপসোস মেটাতে বর্তমানে ইনভেস্ট করবো বলে মনে করছেন তাহলে আপনার বয়স অনুযায়ী মিউচুয়াল ফান্ডে টাকা বিনিয়োগ করুন এখন কত টাকা SIP করে লাখ পতি হতে পারবেন তার সমস্ত হিসাব জেনে নিন

৩০ বছর বয়সে SIP করে কিভাবে কোটিপতি হতে পারেন

আপনার বয়স যদি এখন ৩০ বছর হয়ে থাকে এখন ধরে নেওয়া যাক আপনি ৬০ বছর বয়সে আপনার কর্মজগৎ থেকে রিটায়ার নেবেন বলে মনে করছেন। সেক্ষেত্রে ৩০ বছরের কর্ম জীবনে আপনি যদি মাসে আপনি ৩০ বছর বয়স থেকে ১৫০০ টাকা করে মাসে SIP করতে থাকেন এবং ৩০ বছর পর যখন আপনার বয়স ৬০ বছর হবে তখন আপনি ১ কোটি ৫০ লক্ষ টাকার সম্পত্তি করে উঠতে পারবেন।

৩৫ বছর বয়সে বিনিয়োগ করলে কত সময় লাগবে কোটিপতি হবে


আপনি যদি আপনার ৩০ বছর বয়সে এসে বিনিয়োগ করে উঠতে না পারেন সেক্ষেত্রে আপনি ৩৫ বছর বয়সে এসে বিনিয়োগ করা শুরু করেনা এবং ধরে নেওয়া যাক ২৫ বছর পর ৬০ বছর বয়সে আপনি কর্ম জগৎ থেকে ছুটি নেবেন সেক্ষেত্রে আপনাকে মাসে ৩১০০ টাকার SIP করতে হবে হবে এবং ৬০ বছর বয়সে আপনার কাছে ১ কোটি ১ লাখ টাকার সম্পত্তি থাকতে পারে।

Leave a Comment