মিউচুয়াল ফান্ড(SIP) :- আমরা সকলেই কম বেশি মিউচুয়াল ফান্ডের কথা জানি। আবার এটাও জানি ব্যাঙ্ক বা পোস্ট অফিসার তুলনায় মিউচুয়াল ফান্ডের বিনিয়োগের করে অধিক রিটার্ন পাওয়া যায়। কিন্তু যেহেতু এতে ঝুঁকির পরিমান বেশি তাই এতে অনেকে বিনিয়োগ করতে চায় না। কিন্তু এখন আবার এই মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করার প্রবণতা বাড়ছে ভারতে। তবে আবার ভারতে ভারতে HDFC AMC আর প্রধান নবনীত মানট একটি বিনিয়োগকারীর উদাহরণ তুলে বলেছেন HDFC ফ্লেক্সি ক্যাপ ফান্ডে প্রতিমাসে ১০ হাজার টাকার SIP করে ১৫ কোটি রিটার্ন পাওয়া যেত। এই বিষয় বিস্তারিত জানুন আজকের প্রতিবেদনে।
মিউচুয়াল ফান্ডের(SIP) যে কোনো মিড্ ক্যাপ ফান্ড এ বিনিয়োগে ব্যাঙ্কে তুলনায় বেশি রিটার্ন পাওয়া যায়। HDFC AMC এর প্রধান নবনিত মানত জানিয়েছেন যে HDFC ফ্লেক্সি ক্যাপ ফান্ড গত ২৫-৩০বছরে ১৮-১৯ শতাংশ বার্ষিক রিটার্ন দিয়েছে। তিনি উদাহরণ স্বরূপ বলেছেন যদি কোনো বেক্তি এই ফান্ডে মাসিক ১০ হাজার টাকার SIP করতো তাহলে এখন তার মূলধন বেড়ে ১৫ কোটি টাকা হতো
মিউচুয়াল ফান্ডে(SIP) জগুলির পরিমান বেশি তাইএতে বিনিয়োগ করতে অনেকেই পছন্দ করেন। কিন্তু এখন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের সংখ্যা বাড়ছে। কারণ টেকনোলজি উন্নত হওয়ার কারণে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করা আরো সহজ হয়ে গেছে। এর ফলেও বিনিয়োকারীদের সংখ্যা অনেক বেড়েছে। মিউচুয়াল ফান্ডে মাসিক বিনিয়োগের পরিমান প্রায় ১৭০০০ কোটি ছাড়িয়েছে বলে জানিয়েছে হাদ্ফসি এর ম্যানেজমেন্ট এমডি এবং সিও নবনিত মানোট। বিগত তিন বছরে যার পরিমান ছিল অর্ধেক।
এ ছাড়াও নবনীত মানোট একটি বক্তব্য বলেছেন যে আগামী তিন বছরে এর পরিমান প্রায় ডবল হয়ে যাবে। এর কারণ হলো উচ্চ গতিতে বারা বিনিয়োগকারীর সংখ্যা। যেখানে মিলিয়ন ডলারে পৌঁছাতে মিউচুয়াল ফান্ড শিল্পের প্রায় ২৫ বছর সময় লেগেছে। মাসে ৪০০০ কোটি টাকা বিনিয়োগের পরিমান ছিল ২০১৭ সালে ,যা ২০১৮ তে বেড়ে ৮০০০ কোটি টাকা হয়েছিল এবং ২০২৩ সে মাসিক SIP এর মাসিক পরিমান প্রায় ১৭০০০ কোটিরও বেশি।
এখন জানা যাক HDFC ফ্লেক্সি ক্যাপ ফান্ড সম্পর্কে|SIP
হাদ্ফসি ফ্লেক্সি ক্যাপ ফান্ড হলো একটি মিউচুয়াল ফান্ড যা কোম্পানি গুলির স্টক গুলিতে বিনিয়োগ করেন। যেমন লার্জ ক্যাপ, মিড্ ক্যাপ, এবং স্মল ক্যাপ,.এটি একটি মাল্টি ক্যাপ ফান্ড এর মতো ,তবে এটি তার বিনিয়োগ বন্টনকে আরো সচল করবে।
HDFC ফ্লেক্সি ক্যাপ ফান্ড (SIP)গুলি তাদের বিনিয়োগের অর্ধেক লার্জ ক্যাপ কোম্পানিতে আর এক তৃতাংশ মিড্ ক্যাপ কোম্পানি তে এবং আরো ট্রাইয়াংস স্মল ক্যাপ কোম্পানি তে বিনিয়োগ করেন। তবে স্মল ক্যাপ কোম্পানি গুলোতে বিনিয়োগ করার কারণে অন্ন্যান মূলত ক্যাপ ফান্ডের তুলনায় ঝুঁকি পূর্ণ।
আরো দেখুন >>>>SIP Investment: ৫০০০, ১০,০০০ এবং ১৫,০০০ টাকার SIP-তে ১ কোটি টাকা জমাতে কত বছর সময় লাগতে পারে?
দাবিত্যাগ :-একটি কথা ভালো করে জেনে রাখা ভালো আমরা কোনো সিকিউরিটি এন্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া (SEBI ) নির্ধারিত আর্থিক উপদেষ্টা নই।
এই প্রতিবেদনটি শুধু মাত্র শিক্ষামূলক উদ্দ্যেশে তৈরি করা হয়েছে। আমরা কোনো ভাবে বিনিয়োগ করার পরামর্শ প্রদান করি না। আপনার বিনিয়োগের সিদ্ধান্ত আপনার নিজের এবং ঝুঁকি সহনশীলতার উপর নির্ভর করে নিতে হবে। কারণ মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ বাজার গত ঝুঁকি সাপেক্ষ