MUTUAL FUNDS : বিগত ১০ বছর ধরে SIP তে ভাল রিটার্ন দিচ্ছে এই ৫ টি মিউচুয়াল ফান্ড। জানুন এই ব্যাপারে বিস্তারিত

আপনি যদি MUTUAL FUNDS বিনিয়োগ করতে চান তাহলে আপনি সচাই বুদ্ধিমানের কাজ করবেন যদি আপনি মিড্ ক্যাপ ফান্ডে বিনিয়োগ করে থাকেন। লার্জ ক্যাপ থেকে মিড্ ক্যাপ ফান্ড এ বিনিয়োগ করা ভালো কারণ মিড্ ক্যাপ ফান্ড গুলো আরো বড় হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু লার্জ ক্যাপ কোম্পানিগুলোর সেই সুযোগ গুলো সেই ভাবে থাকে না। তাই আজ আমরা যে ৫ টি মিড্ ক্যাপ কোম্পানি সম্পর্কে আলোচনা করবো যারা ১০ বছরে বিনিয়োগকারীদের SIP তে ভালো রিটার্ন দিয়েছে।

দেখে নিন এই ৫ টি Mutual Funds গত ১০ বছরে বাম্পার রিটার্ন দিয়েছে।

বাজারে এই রকম অনেক ফান্ড আছে যে গুলি ভালো রিটার্ন দিয়েছে। কিন্তু আজ আমরা সেরা ৫ টি মিড্ ক্যাপ ফান্ড সম্পর্কে বলবো যেগুলো বিনিয়োগকারীদের ভালো রিটার্ন দিয়েছে।

কোয়ান্ট মিড্ ক্যাপ ফান্ড(Quant Mid Cap Mutual Fund)

এই Mutual Fund ফান্ড টি দেখ্যা গেছে ১০ বছরে SIP তে বার্ষিক ২৫.৫৪ শতাংশ রিটার্ন দিয়েছে। আবার যদি আপনি এখানে ১০ বছর আগে মাসিক দশ হাজার টাকার SIP করতেন ,তাহলে এখনো পর্যন্ত আপনারা মোট ১২,০০,০০০ টাকা বিনিয়োগ করা হতো, যা বার্ষিক ২৫.৫৪ শতাংশ রিটার্ন অনুযায়ী ৪৯,৫৫,২৩২ টাকায় পরিণত হলো।

মতিলাল ওসোয়াল মিড্ ক্যাপ ফান্ড(Motilal Oswal Midcap Fund Regular Growth)
এই ফান্ড টি গত ১০ বছরে SIP তে বার্ষিক রিটার্ন গড় ২৫.৫৪ শতাংশ দিয়েছে। এই মিউচুয়াল ফান্ড আজ গত ১০ বছরে বার্ষিক গড় ২৫.৫৪ শতাংশ রিটার্ন দিয়েছে। যদি কোনো বেক্তি এই মিউচুয়াল ফান্ডে আজ থেকে বিগত ১০ বছর আগে মাসিক ১০ হাজার টাকা SIP শুরু করতেন তাহলে আজ পর্যন্ত তার জমা করা ১২,০০,০০০ টাকা ৪৬,৪৩,৩৮৬ টাকা য় পরিণত হলো।

এদেলউইলস মিড্ ক্যাপ ফান্ড(Edelweiss Mid Cap Fund Regular Plan Growth)

এই Mutual Fund এ গত ১০ বছরে বিনিয়োগকারীদের SIP তে বার্ষিক রিটার্ন গড় ২৪.৫৪ শতাংশ। এইMutual Funds এ আজ থেকে ১০ বছর আগে ১০০০০ টাকা SIP শুরু করেন তাহলে আজ ১২ লক্ষ টাকা জমা পড়তো যা সুদ সমেত পরিমান হতো মোট ৪৩,৯৮,৬৯৬

নিপ্পন ইন্ডিয়া গ্রোথ ফান্ড(Nippon India -Growth- Fund)

গত ১০ বছরে বার্ষিক SIP তে তে বার্ষিক গড় ২৩.৮১ শতাংশ বাম্পার রিটার্ন দিয়েছে। এতে ১০ বছর আগে ১০ হাজার টাকার SIP শুরু করলে এখনো পর্যন্ত ১২ লক্ষ টাকা সঞ্চয় করতে পারতেন। যা এখন সুদ সমেত মোট ৪২,২৯,০২২ টাকা হতো।

আরো দেখুন >>Nippon India -Growth- Fund

কোটাক ইমার্জেন্সি ইকুইটি ফান্ড(Kotak Emerging Equity Mutual Fund Growth)

এই Mutual Fund ফান্ড টি দেখা গেছে গত ১০ বছরে বার্ষিক গড় ২৩.৫৪ শতাংশ রিটার্ন দিয়েছে। ১০ বছর আগে এই ফান্ডে ১০০০০ টাকার SIP শুরু করলে আজ আপনারা ১২ লক্ষ টাকা জমা হতো যা এখন সুদ সমেত ৪১,৬৭,৬১০ টাকা হতো।

আরো দেখুন >>Kotak Emerging Equity Mutual Fund Growth

আরো দেখুন >>>Exclusive Children Mutual Fund : আপনি কি আপনার সন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত করতে চান ,তাহলে বিনিয়োগ করুন এই ফান্ডে।সন্তানের বিবাহ থেকে পড়াশুনা সমস্ত চিন্তার অবসান এক তুড়িতে।

দাবিত্যাগ :-একটি কথা ভালো করে জেনে রাখা ভালো আমরা কোনো সিকিউরিটি এন্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া (SEBI ) নির্ধারিত আর্থিক উপদেষ্টা নই।
এই প্রতিবেদনটি শুধু মাত্র শিক্ষামূলক উদ্দ্যেশে তৈরি করা হয়েছে। আমরা কোনো ভাবে বিনিয়োগ করার পরামর্শ প্রদান করি না। আপনার বিনিয়োগের সিদ্ধান্ত আপনার নিজের এবং ঝুঁকি সহনশীলতার উপর নির্ভর করে নিতে হবে। কারণ মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ বাজার গত ঝুঁকি সাপেক্ষ

Leave a Comment