Small Cap Mutual Fund: স্মল ক্যাপ কোম্পানি সম্পর্কে আপনারা কমবেশি সকলেই জানেন যারা জানেন না জেনে নিন এটি কি? আর সুবিধা ও অসুবিধা কি? সেরা স্মল ক্যাপ কোম্পানি ধারণা নিন || Best Small Cap Mutual Fund 2024.

Small Cap Mutual Fund in bengali :বর্তমানে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের পরিমান যথেষ্ট হারে বাড়ছে কারণ অনেকেই ব্যাপারটা বুঝেছে যে মিউচুয়াল ফান্ডে শেয়ার মার্কেটের তুলনায় অনেক বেশি কারণ এতে ঝুঁকির পরিমান অনেক তা কম।
তাই যদি আপনার অর্থ বহুগুন বৃদ্ধি করতে চান তাহলে আপনাকে মিউচুয়াল ফান্ডে SIP বা LUMSUM বিনিয়োগ করতে হবে দীর্ঘ্য মেয়াদি হিসাবে। মিউচুয়াল ফান্ডের বিভিন্ন ভাগ আছে যার মধ্যে অন্যতম হলো Small Cap Mutual Fund। আজকের এই প্রতিবেদনে আমরা জানাব স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ডের সুবিধা কি বা অসুবিধা কি? এবং জানবো বেস্ট Small Cap Mutual Fund এর ব্যাপারে।

স্মল ক্যাপ কোম্পানি (Small Cap Mutual Fund) কি ?
স্মল ক্যাপ কোম্পানি সম্পর্কে ২০১৮ সালের আগে এর সম্পর্কে মানুষের ধারণা ছিল আলাদা। কিন্তু বর্তমানে ২০১৮ সালের পর থেকে রেগুলেটরি বোর্ড SEBI এই স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড সম্পর্কে একটি ধারণা প্রকাশ করেন। মার্কেট কাপিটালিজেশন অনুযায়ী ২৫১ এর পর যে কোম্পানিগুলো আছে।
মিউচুয়াল ফান্ডের বিভাগবিবরণ
লার্জ ক্যাপ কোম্পানিঅবস্থানগত ভাবে ১ থেকে ১০০ পর্যন্ত থাকা কোম্পানি গুলো মার্কেট কাপিটালইজেশন অনুযায়ী লার্জ ক্যাপ কোম্পানি।
মিড্ ক্যাপঅবস্থানগত ভাবে ১০১ থেকে ২৫০ পর্যন্ত থাকা কোম্পানি গুলো মার্কেট কাপিটালইজেশন অনুযায়ী মিড্ ক্যাপ কোম্পানি।
স্মল ক্যাপ কোম্পানিঅবস্থানগত ভাবে ২৫১ এর পরে থাকা কোম্পানি গুলো মার্কেট কাপিটালইজেশন অনুযায়ী স্মল ক্যাপ কোম্পানি।

এখন প্রশ্ন হলো মিউচুয়াল ফান্ড এ কারা কারা বিনিয়োগ করতে পারবে ?

  • যে সমস্ত মানুষেরা ফিক্সড ডিপোজিটের চাইতে বেশি রিটার্ন চায় তারা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে পারে
  • যে সমস্ত মানুষেরা শর্ট টার্ম এর জন্য বিনিয়োগ করতে চায় তারা এই স্মাল ক্যাপ এ বিনিয়োগ না করে ভালো তারা লার্জ ক্যাপ এ বিনিয়োগ করতে পারেন
  • যারা বাজার সপর্কে মোটামুটি খোঁজ খবর রাখেনা তারা অবশই স্মল ক্যাপ এ বিনিয়োগ করলে লাভবান হবে অর্থাৎ যারা বুঝে শুনে দীর্ঘ্য মেয়াদি ক্ষেতের বিনিয়োগ করতে চায় তারা স্মল ক্যাপ এ বিনিয়োগ করতে পারেন।
  • যারা বাজারের কোনো খোঁজ খবর সেই ভাবে রাখে না তারা এই স্মল ক্যাপ এ বিনিয়োগ না করাটাই ভালো কারণ ভুল সময়ে বিনিয়োগ করলে ক্ষতি গ্রস্ত হতে পারেন।

সুতরাং যারা মার্কেট সম্পর্কে একটু আধটু খোঁজ খবর রাখেন এবং যারা লং টার্ম এর জন্য বিনিয়োগ করতে চান তারাই স্মল ক্যাপ ফান্ডে বিনিয়োগ করতে পারেন

যদি আপনি ফিক্সড ডিপোজিট এর থেকে বেশি রিটার্ন পেতে চান তাহলে আপনি স্মল ক্যাপ ফান্ডে বিনিয়োগ করতে পারেন।

এখন একটা কথা আপনার জানা দরকার মিউচুয়াল ফান্ডের কতটা অংশ স্মল ক্যাপ ফান্ডে বিনিয়োগ করবেন
শেয়ার বাজারে যেমন একে বাড়ে রিস্ক না নেওয়াটা যেমন বোকামি ঠিক তেমনি অতিরিক্ত রিস্ক নেয়াটাও ক্ষতিকর।
আপনার পোর্টফোলিওর ১৫ থেকে ২০ শতাংশ স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করা উচিত এর থেকে বেশি বিনিয়গ করা স্মাল ক্যাপ আর জন্য ক্ষতিকর।

স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ডের সুবিধা কি ?

  • এই ধরণের ফান্ড গুলো যেহেতু স্মল ক্যাপ তাই এদের বিকাশ হওয়া সম্ভাবনা প্রচুর থাকে।
  • লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ড গুলো যেহেতু শীর্ষে থাকে তাই এদরে আর বাড়ার সুযোগ থাকে না , কিন্তু স্মল ক্যাপ কোম্পানি গুলোর সেই সুযোগ থাকে।
  • যেহেতু স্মল ক্যাপ এর স্টক এর দাম কম হয় তাই অনেক গুলি তে একই সঙ্গে বিনিয়োগ করা একজনের পক্ষে সোজা এর ফলে পোর্টফোলিয়োর বৈচিত্র দেখা যায়।
  • স্মল ক্যাপ ফান্ডে উচ্চ রিটার্ন এর সম্ভাবনা সবচাইতে বেশি হয়।

স্মল ক্যাপ বিনিয়োগের ক্ষেতের অসুবিধা কি কি ?

স্মল ক্যাপ বিনিয়োগের ক্ষেত্রে যেমন সুবিধা আছে ঠিক তেমনি অসুবিধাও আছে সেগুলিও জেনে রাখা প্রয়োজন।

  • স্মল ক্যাপ স্টক গুলি মিড ক্যাপ এবং লার্জ ক্যাপ এর তুলনায় বেশি অস্তির
  • এটাও জেনে রাখা উচিত এই মার্কেটে সবচাইতে বোরো রিস্ক হলো টাকা কমে যাওয়া
  • মার্কেট ভ্যালু যদি কমতে থাকে তাহলে সবচাইতে আগে কমে এই স্মল ক্যাপ কোম্পানি গুলি
  • ২০২০এর কোভিড পিরিয়ডে এই স্মল ক্যাপ ফান্ড গুলির ধস মিড্ ক্যাপ ও লার্জ ক্যাপ ফান্ড এর চাইতে সব চেয়ে বেশি হয়েছিল।
  • তবে এই ফান্ডগুলির রিকোভারিও তাড়াতাড়ি করে থাকে।

আরো দেখুন >>>স্মল-ক্যাপ মিউচুয়াল ফান্ড

এখন জেনে নেওয়া যাক কয়েকটি দারুন মিউচুয়াল ফান্ড সম্পর্কে

মিউচুয়াল ফান্ডের নামসর্ব নিম্ন বিনিয়োগের পরিমানAUM১ বছরের রিটার্ন
SBI Small Cap 5000/-১৬৫৯২ কোটি টাকা২০.৭ %
Kotak Small Cap Fund 500/-৯২৩০ কোটি টাকা১৪.৩%
Quant Small Cap Fund5000/-৪০৯২ কোটি টাকা৩০.৭%
Axis Small Cap Fund500/-১২২৭৫ কোটি টাকা২০.৬%
Tata Small Cap Fund5000/-৩৮৪১ কোটি টাকা২৭.৪%

দাবিত্যাগ :-একটি কথা ভালো করে জেনে রাখা ভালো আমরা কোনো সিকিউরিটি এন্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া (SEBI ) নির্ধারিত আর্থিক উপদেষ্টা নই।
এই প্রতিবেদনটি শুধু মাত্র শিক্ষামূলক উদ্দ্যেশে তৈরি করা হয়েছে। আমরা কোনো ভাবে বিনিয়োগ করার পরামর্শ প্রদান করি না। আপনার বিনিয়োগের সিদ্ধান্ত আপনার নিজের এবং ঝুঁকি সহনশীলতার উপর নির্ভর করে নিতে হবে। কারণ মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ বাজার গত ঝুঁকি সাপেক্ষ

আরো দেখুন >>>গত তিন বছরে সবথেকে বেশি রিটার্ন দিয়েছে !২০২৪ সালেও এই তিনটি মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে পারেন।

Leave a Comment