Important Tips for Mutual Fund :- ভবিষৎতের কথা ভেবে সঞ্চয় করতেই হয়। আর সেই সঞ্চয়ের জন্য প্রয়োজন বিনিয়োগ। তাই বিনিয়োগের কথা উঠলেই আমাদের মাথায় যে ধারণা আসে তা হলো এই Mutual Fund। তবে এই Mutual Fund -এ SIP (Systematic Investment Plan) করে আপনি যদি উচ্ছ রিটার্ন পেতে চান তাহলে আপনাকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখতে হবে।আজকের এর প্রতিবেদনে আমরা Mutual Fund এর কিছু গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে আলোচনা করবো। যেমন- এক্সিট লোড বা ফি, লক-ইন পিরিয়ড, মিউচুয়াল ফান্ডের ট্যাক্স এবং দীর্ঘমেয়াদী বিনিয়োগ করার সুবিধা।
মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করার আগে কিছু গুরুত্ত্বপূর্ণ তথ্য (Tips for Mutual Fund):
শেয়ার বাজারের সাথে সরাসরি জড়িত না থেকেও Mutual Fund -এ বিনিয়োগ করা যেতে পারে। এই ফান্ড নানা ধরনের হয়ে থাকে যেমন ইক্যুইটি ফান্ড (Equity Fund), হাইব্রিড ফান্ড (Hybrid Fund) এবং ডেট ফান্ড (Debt Fund)। আর্থিক লক্ষ্য এবং বিনিয়োগের ইচ্ছের উপর নির্ভর করে ফান্ড বেছে নেওয়া যায়। তবে বিনিয়োগের জন্য ভালো রিটার্ন প্রদানকারী Mutual Fund নির্বাচন করলেই হবে না, তার সাথে নিম্নলিখিত গুরুত্বপূর্ণ বিষয়গুলি মনে রাখতে হবে।
1. এক্সিট লোড বা ফি (Exit Load/Fee)
মিউচুয়াল ফান্ড (Mutual Fund) ফি ও ব্যায় এর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান হলো এক্সিট লোড (Exit Load)। আপনি যখন কোনো Mutual Fund -এর হোল্ডিং পিরিয়ডের মেয়াদ শেষ হওয়ার আগেই টাকা উইথড্র (withdraw) বা তুলে নিতে চান তখন এই ফি প্রযোজ্য হয়। এই এক্সিট লোড বা ফী কত হবে তা নির্ভর করে আপনি যে Mutual Fund -এ বিনিয়োগ করবেন তার ওপর। তাই বিনিয়োগ করার আগে আপনি যে Mutual Fund -এ বিনিয়োগ করতে চাইছেন তার এক্সিট লোড বা ফী কত তা ভালো করে জেনে নেওয়া খুবই প্রয়োজন।
আরো দেখুন >>>Nippon India Mutual Fund: মাত্র মাসিক ৫০০ টাকার SIP করে কোটিপতি হতে পারবেন, কিভাবে বিনিয়োগ করবেন জানুন
2. লক-ইন পিরিয়ড (Lock-in Period)
Mutual Fund -এ লোক-ইন-পিরিয়ড (Lok-in Period) বলতে বোঝায় একটি নির্দিষ্ট সময়সীমা যেটি সম্পূর্ণ না হয় পর্যন্ত আপনি সেখান থেকে কোনো উইথড্র করতে পারবেন না। এই লোক-ইন পিরিয়ড বিভিন্ন Mutual Fund -এর ক্ষেত্রে বিভিন্ন সময়সীমা ধরে হতে পারে (এক বছর/ দু বছর/ তিন বছর/…)। আবার যে সমস্ত Mutual Fund -এ লোক-ইন পিরিয়ড থাকে না সেখান থেকে আপনি যখন খুশি প্রস্থান নিতে পারবেন। তাই বিনিয়োগ করার আগে আপনি যে Mutual Fund -এ বিনিয়োগ করতে চাইছেন তাতে লোক-ইন-পিরিয়ড আছে কিনা আর থাকলেও তার সময়সীমা কত তা জেনে নেওয়া খুবই জরুরি।
3. মিউচুয়াল ফান্ডের ট্যাক্স (Tax on Mutual Funds)
Mutual Fund -এর কর (Tax) হলো একটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য। আপনি Mutual Fund -এ বিনিয়োগ করে যে পরিমান অর্থ লাভ করবেন তার ওপর ভিত্তি করে আপনাকে কর (Tax) দিতে হবে। আবার লাভের ওপর ভিত্তি করে এই কর কে দুই ভাগে ভাগ করা হয়েছে, যথা –
স্বল্পমেয়াদী মূলধন লাভ কর (Short Term Capital Gain Tax) | দীর্ঘমেয়াদী মূলধন লাভ কর (Long Term Capital Gain Tax) |
---|---|
যদি আপনি এক বছরের আগে কোনো Mutual Fund থেকে টাকা তুলে নেন সেক্ষেত্রে আপনাকে মোট লাভের ওপর ১৫% কর বা Tax দিতে হবে। এই কর বা Taxকে বলা হয় স্বল্পমেয়াদী মূলধন লাভ কর বা Short Term Capital Gain Tax। | যদি আপনি কোনো Mutual Fund থেকে বিনিয়োগ করার এক বছর পর টাকা উইথড্র বা তুলতে চান সেক্ষেত্রে আপনাকে লাভের ১০% কর বা Tax দিতে হবে। তবে এক্ষেত্রে একটি ব্যাতিক্রম রয়েছে। যদি আপনার লাভের পরিমান ১ লক্ষ টাকার বেশি হয় তাহলে সেই ১ লক্ষ টাকার ওপর কোনো কর বা Taxদিতে হবে না। বাকি লাভের ওপর ১০% হরে কর বা Taxদিতে হবে। আর এই কর বা Taxকে বলা হয়ে থাকে দীর্ঘমেয়াদী মূলধন লাভ কর বা Long Term Capital Gain Tax। |
4. দীর্ঘমেয়াদী বিনিয়োগ (Long Term Investment)
Tips for Mutual Fund:-আপনি যদি ভালো পরিমাণ লাভ করতে চান তাহলে আপনাকে দীর্ঘমেয়াদী বিনিয়োগ করতে হবে। কারন শেয়ার বাজারে Up-Down কোনো অস্বাভাবিক ব্যাপার নয়। তাই Mutual Fund থেকে উচ্চ রিটার্ন পেতে কমপক্ষে ৪-৫ বছরের জন্য বিনিয়োগ করা যেতে পারে। তাছাড়াও আপনি ২-৩ বছরের জন্য বিনিয়োগ করতে পারবেন।
উপসংহার
Tips for Mutual Fund:-বিনিয়োগ করার জন্য Mutual Fund হলো একটি সেরা মাধ্যম, যেখানে আপনাকে প্রতিনিয়ত শেয়ারবাজার নিয়ে ঘাটাঘাটি না করলেও চলে। আবার এই Mutual Fund -এ বিনিয়োগ করলে ঝুঁকির পরিমাণ অনেক কম থাকে। তবে শুধু Mutual Fund নির্বাচন করলেই হয় না, তার সম্বন্ধীয় বিশদ তথ্য (যেমন – এক্সিট লোড, লক-ইন পিরিয়ড, ট্যাক্স, দীর্ঘমেয়াদী বিনিয়োগ ) জানা অত্যন্ত আবশ্যিক। এই গুরুত্বপূর্ণ তথ্য গুলিই উপরে আলোচনা করা হয়েছে।
দাবিত্যাগ :-একটি কথা ভালো করে জেনে রাখা ভালো আমরা কোনো সিকিউরিটি এন্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া (SEBI ) নির্ধারিত আর্থিক উপদেষ্টা নই।
এই প্রতিবেদনটি শুধু মাত্র শিক্ষামূলক উদ্দ্যেশে তৈরি করা হয়েছে। আমরা কোনো ভাবে বিনিয়োগ করার পরামর্শ প্রদান করি না। আপনার বিনিয়োগের সিদ্ধান্ত আপনার নিজের এবং ঝুঁকি সহনশীলতার উপর নির্ভর করে নিতে হবে। কারণ মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ বাজার গত ঝুঁকি সাপেক্ষ