Best Children Fund :আপনি নিশ্চই চান আপনার সন্তানদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে তাহলে বিনিয়োগ করুন এই ৩ টি স্কিমএ। সন্তান সাবালক হলে পাবেন ৭০ লক্ষ টাকা।

Best Schemes For Your Children(Best Children Fund): প্রত্যেক বাবা মা তাদের সন্তান জন্মের পর থেকে ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে শুরু করেন।সেই সঙ্গে সে বাবা মার্ যদি কোনো কন্যা সন্তান থাকে তাহলে চিন্তা তা একটু বেশি হয়। কারণ তার পড়াশুনা থেকে বিয়ে সবটাই একটা চিন্তা থাকে। তবে আজ যে তিনটি ফান্ডের কথা বলবো সেই তিনটে ফান্ডে বিনিয়োগ করলে চিন্তা মুক্ত থাকতে পারেন। কারণ এই তিনটি ঝুঁকি পূর্ণ ফান্ড যা আপনার দুশ্চিন্তা মুক্ত করতে পারে। স্কিমগুলির নাম হলো সুকন্যা সমৃদ্ধি যোজনা (ssy ),সাভেরিয়ান গোল্ড বন্ড ও মিউচুয়াল ফান্ড। এগুলি বিশেষভাবে কন্যাদের ভবিষ্যৎ উন্নত করার লক্ষ্য ডিসাইন করা হয়েছে।

Best Children Fund:সুকন্যা সমৃদ্ধি যোজনা (SSY) এর গুরুত্ব

এই স্কিম আপনি বার্ষিক ২৫০ টাকা থেকে ১.৫ লক্ষ টাকা জমা করতে পারেন। ধরে নেওয়া যাক যদি আপনার মেয়ের বয়স ১০ বছরেরও কম ,তাহলে আপনি আপনার মেয়ের জন্য এটি তে বিনিয়োগ করেন তাহলেই আপনি খুব তাড়াতাড়ি তার জন্য একটি ভালো অংকের তহবিল তৈরি করতে পারেন। এক্ষেত্রে প্রথমে একটি মেয়ের নামে সুকন্যা সমৃদ্ধি একাউন্ট খুলতে হবে। একজনকে সুকন্যা সমৃদ্ধি প্রকল্পে ১৫ বছরের বিনিয়োগ করতে পারে। ২১ বছরে এটি পরিণত হয়। এখন যদি আপনার মেয়ে জন্মানোর সঙ্গে সঙ্গে আপনি এটি চালু করেন তাহলে আপনি তার ২১ বছর বয়সে ৭০ লক্ষ টাকার মালিক হতে পারেন। সেই টাকা দিয়ে তার সম্পর্কিত সমস্ত দায়িত্ব পালন করতে পারবেন। জেনে নিন কিভাবে।

কিভাবে আপনি সুকন্যা সমৃদ্ধিতে ৭০ লক্ষ টাকা পাবেন
এখন আপনি যদি মেয়ের নাম সুকন্যা সম্মৃদ্ধির একাউন্ট থাকে তাহলে প্রতি বছর তাতে যদি ১.৫ লক্ষ টাকা জমা কোরান ,তাহলে আপনাকে বিনিয়োগের জন্য প্রতি মাসে ১২৫০০ টাকা সঞ্চয় করতে হবে। আপনি যদি মাত্র ১৫ বছর এ ২২৫০০০০ টাকা বিনিয়োগ করেন। বর্তমানে দাঁড়িয়ে এই স্কিম এ সুদ ৮.২ শতাংশ। ২১ বছরে পৰিপক্কতার সময় মোট ৪৬৭৭৫৭৮ টাকা সুদ পাওয়া যাবে। এমন পর পরিস্তিতে , পরিপক্কতার না সময় কন্যা মোট ২২৫০০০০ টাকা + ৪৬৭৭৫৭৮ =৬৯২৭৫৭৮ টাকা প্রায় ৭০লাখ টাকা পাবেন। এখন আপনি যদি মেয়ের জন্মের সঙ্গে সঙ্গে এই টাকা জমাতে শুরু কোরান তাহলে ২১ বছর বয়সে ৭০ লক্ষ টাকার মালিক হয়ে উঠবে আপনার মেয়ে।

এখন প্রশ্ন হলো আপনি যদি ২০২৪ সালে বিনিয়োগ শুরু করেন তাহলে আপনি কখন টাকা পাবেন

আপনি যদি আপনার মেয়ের নামে ২০২৪ সালে সুকন্যা সমৃদ্ধি যোজনায় বিনিয়োগ করা শুরু কোরান তাহলে আপনি ২০৪৫ সালে আপনার টাকা পরিপক্ক হবে। অর্থাৎ আপনি ২০৪৫ সালে এই স্কিম এর পুরো টাকা পাবেন। সুকন্যা সমৃদ্ধির যোজনার সুবিধা হলো বিনিয়োগকারীরা আয়কর আইন ,১৯৬১ এর ধারা ৮০C এর অধীনে কর চার পাবেন। SSY একাউন্ট যে কোনও পোস্ট অফিস বা অনুমোদিত ব্যাংকে খোলা যেতে পারে।

Best Children Fund:সোভেরিয়ান গোল্ড বন্ড(Best Children Fund)

বর্তমানে দাঁড়িয়ে আমরা দেখতে পারছি মানুষের সোনায় বিনিয়োগ করার দিকে আগ্রহ বাড়ছে। যেতেতু বাজারে এর দাম ক্রমাগত বাড়ছে। যার কারণে এখন থেকে ভালো রিটার্ন পাওয়া যায়। সাধারণ মানুষ ব্যাঙ্ক পোস্ট অফিস থেকে গোল্ড বন্ড স্কিম কেনেন। তবে একটা কথা মনে রাখ তে হবে এই গোল্ড বন্ড স্কিম গুলো RBI দ্বারা রেগুলেট হয়ে থাকে। এখানে বিনিয়োগ করলে আপনি ২.৫০শতাংশ সুদ পাবেন। এখানে বিনিয়োগ করতে গেলে আপনার পান কার্ড এবং DEMAT একাউন্ট থাকতে হবে।

সোভেরিয়ান গোল্ড বন্ডের সুবিধাসমূহ একনজরে।(Mutual Fund)

১.সার্বভৌম গোল্ড বন্দে বিনিয়োগকারীরা বার্ষিক ২.৫ % হারে সুদের সুবিধা পান।
২. এতে কোনো ধরণের নিরাপত্তার টেনশন নাই।
৩. এই বন্ড গুলি স্টক এক্সচেঞ্জ এ লেনদেন করা যেতে পারে।
৪.ক্যাপিটাল গেইন ট্যাক্সে ছাড় পাওয়া যায়।
৫.এগুলি কেনার জন্য কোনো জিসটি এবং মেকিং চার্জ নাই।

এখন প্রশ্ন কোথায় কেনা যাবে
এটি নির্ধারিত বাণিজ্যিক ব্যাংকগুলির মাধ্যমে কেনা যাবে (শুধুমাত্র ছোট আর্থিক ব্যাঙ্ক,পেমেন্ট ব্যাঙ্ক ,এবং আঞ্চলিক গ্রামীণ ব্যাংকগুলি ছাড়া )স্টক হোল্ডিং কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড (SHCIL ), মনোনীত পোস্ট অফিস এবং স্টক এক্সচেঞ্জ -NSE ,BSE .

এখন জানার বিষয় কতটা কেনা যাবে : সর্বভৌম গোল্ড বন্ডের অধীনে কোনো বেক্তি ১ গ্রাম থেকে সর্বোচ ৪ কেজি পর্যন্ত সোনা কিনতে পারেন ,যেখানে কোনো ট্রাস্ট সর্বাধিক প্রায় ২০কেজি সোনায় বিনিয়োগ করতে পারেন

Best Children Fund:- আপনার সন্তানের ভবিষ্যৎ গোড়ার জন্য ও আপনি অনেক বিনিয়োগ করতে পারেন। তবে এমন নয় যে শুধু ফর্মে সন্তানের নাম লিখলেই চলবে না। এক্ষেত্রে আইনি বৈধকরণ লাগবে। এর জন্য কিছু নিয়ম আছে। মিউচুয়াল ফান্ডে ,একাউন্ট হোল্ডারের নাম সন্তানের নাম থাকবে ,তবে কাগজপত্র তার বাবার নামে সম্পন্ন হয়।
এইটা অবশই সবাই জানে যে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করার মতো যথেষ্ট ক্ষমতা বাচ্ছাদের থাকে না। এর জন্য অবশই অভিভাবক দের এগিয়ে আসতে হবে। সন্তানের এ সমস্ত বিনিয়োগ অভিভাবক অভিবাবকের তত্ত্বাবধানে করা হয়। বিনিয়োগের সময় সন্তানের বয়সের প্রমান এবং পিতামাতার সঙ্গে সন্তানের সম্পর্ক কি ,ও তা প্রমানের কোনো নথিও দিতে হবে। সন্তানের নাম বিনিয়োগ শুরু হওয়ার আগে ,অভিবাবকের ব্যাংকের বিবরণ , প্যান এবং কে ও ই সি নথি জমা করতে হবে

আরো দেখুন >>>>Child Investment Plans in 2024

জানার কিছু গুরুত্বপূর্ণ বিষয়

অপ্রাপ্ত বয়স্করা অবশই তাদের অভিবাবকের সহায়তায় মিউচুয়াল ফান্ডের বিনিয়োগ করতে পারে। মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের সর্ব নিম্ন সীমা ১৮ বছর। তবে কোনো সর্বোচ্ছ সীমা নাই। এই পরিস্তিতে আপনি যদি নাবালক সন্তানের নাম মিউচুয়াল ফান্ডে বিনিবিনিয়োগ করতে চান তাহলে নাবালক সন্তানদের কিছু নথি জমা করতে হবে। জেম আপনি মূল্যের শংসাপত্র ,মার্কশিট যা যে কোনো বোর্ডের হতে পারে সন্তানের নামে পাসপোর্ট এবং জন্ম তারিখের প্রমান দিতে পারেন। এবং যদি ভবিষ্যতে সন্তান অভিবাবকের সাথে না থাকে সেক্ষেত্রে কিছু পৃথক নথি দিতে হয় বা নতুন অভিভাবক এলে তার জন্য তার প্যান কেওয়াসী নথি দিতে হবে

এই ক্ষেত্রে Mutual Fund বিনিয়োগের জন্য আপনাকে কি করতে হবে।
এই একাউন্ট টি প্রথমে খোলা হবে সন্তানের নামে বিনিয়োগ শুরুর আগে অভিভাবক এর ব্যাঙ্ক একাউন্ট থেকে টাকা স্থানান্তর হবে। তবে বিনিয়োগের পূর্ণ মালিকানা সন্তানের কাছে থাকবে। তবে সন্তানের নাম বিনিয়োগের জন্য যে একাউন্ট হবে তা কিন্তু যৌথ একাউন্ট হবে না। এবং সেই একাউন্ট এ নমিনিও থাকবে না। স্টক বা মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে শুধুমাত্র পিত মাতা সন্তাননের ডিম্যাট ,ট্রেডিং বা ব্যাঙ্ক একাউন্ট পরিচালনা করবেন এর জন্য শিশু এবং তার অভিভাবক প্যান দিলে তবেই স্টক বা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ শুরু হবে।

আরো দেখুন >>>>Mutual Fund এর দৌলতে আপনার কাছে মাত্র ১২০০০টাকা থাকলেই আপনি কোটিপতি হতে পারেন। কিভাবে জানুন এখানে।

এখন জানার বিষয় বাচ্চারা কিভাবে শেয়ার বাজারে বিনিয়োগ করবেন।/Best Children Fund

এর জন্য যেটি প্রথমে করতে হবে সেটি হলো একটি ছোটখাটো ট্রাডিং একাউন্ট খুলতে হবে। এই একাউন্ট টি তার অভিভাবক সন্তানের নাম শুরু করেন যার মাধ্যমে শেয়ার বাজারে বিনিয়োগ শুরু করেন। কিন্তু শুধুমাত্র একাউন্ট এর মাধ্যমে সন্তানের ইকুইটি ডেলিভারি বাণিজ্য অর্থ বিনিয়োগ করতে পারেন। শিশুরা ইকুইটি ইন্ট্রাডে ,ইকুইটি ডেরিভেটিভস ট্রেডিং এবং কারেন্সি ডেরিভেটিভস এ বিনিয়োগ করতে পারে না। নাবালক থেকে প্রাপ্তবয়স্ক হলে , তখন তার ট্রেডিং একাউন্ট বন্ধ করা যেতে পারে। এখন সেই প্রাপ্তবয়স্ক সন্তানের নামে একটি নতুন ট্রেডিং একাউন্ট খোলা হয় এবং একাউন্ট টি এতে স্থানান্তরিত হয়। একটি নতুন ট্রেডিং বা demat একাউন্ট খুলতে কিছু শর্ত পূরণ করতে হবে। একটি ৩ in one একাউন্ট অর্থাৎ ব্যাঙ্ক ,dimat ,এবং ট্রেডিং একাউন্ট ওই প্রাপ্ত বয়স্ক সন্তানের নামে একই সঙ্গে খোলা যেতে পারে।

অবশ্যই পড়ুন » Multi Cap Mutual Fund: আপনারা কি জানেন মাল্টি ক্যাপ মিউচুয়াল ফান্ড কি ? এর সুবিধা অসুবিধা কি ? না জানলে জানুন এখনই এখানে!
অবশ্যই পড়ুন » STP vs SIP :আপনি কি বিনিয়োগ করবেন বলে ভাবছেন!তাহলে বিনিয়োগ করুন STP তে আর পায়ে যান SIP এর চেয়ে বেশি রিটার্ন ,জানুন এখনই( Right Now)
অবশ্যই পড়ুন » দারুন খবর মাত্র একক বছরে ৫০% রিটার্ন দিয়েছে এই তিনটে মিউচুয়াল ফান্ড ! আপনিও কিএর সুযোগ নেবেন ?

দাবিত্যাগ :-একটি কথা ভালো করে জেনে রাখা ভালো আমরা কোনো সিকিউরিটি এন্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া (SEBI ) নির্ধারিত আর্থিক উপদেষ্টা নই।
এই প্রতিবেদনটি শুধু মাত্র শিক্ষামূলক উদ্দ্যেশে তৈরি করা হয়েছে। আমরা কোনো ভাবে বিনিয়োগ করার পরামর্শ প্রদান করি না। আপনার বিনিয়োগের সিদ্ধান্ত আপনার নিজের এবং ঝুঁকি সহনশীলতার উপর নির্ভর করে নিতে হবে। কারণ মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ বাজার গত ঝুঁকি সাপেক্ষ

Leave a Comment