Exclusive Children Mutual Fund : আপনি কি আপনার সন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত করতে চান ,তাহলে বিনিয়োগ করুন এই ফান্ডে।সন্তানের বিবাহ থেকে পড়াশুনা সমস্ত চিন্তার অবসান এক তুড়িতে।

Children Mutual Fund : বর্তমানে প্রত্যেক বাবা মা চেষ্টা করেন তাদের সন্তানদের বা সন্তানের ভবিষ্যত সুরক্ষিত করতে। তাই তারা শিশুর জন্মের পর থেকেই তার ভবিষ্যতের কথা ভেবে আর্থিক সংস্থান করার কথা ভাবতে থাকেন। বর্তমান দিনে শিশুর পড়াশুনা থেকে চিকিৎসা সবক্ষেত্রে র কথা ভেবে প্রত্যক সচেতন বাবা মা ভালো আর্থিক সংস্থান করার জন্য মুতুলা ফান্ডে বিনিয়োগ করছেন।কারণ বর্তমান মূল্যবৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে একমাত্র এই মিউচুয়াল ফান্ডে রিটার্ন পাওয়া যায়। যে সমস্ত বাবা মা এই কাজ করেন না তাদের সন্তানের ভবিষৎ কিছুটা থমকে যাওয়ার সম্ভাবনা থাকে।

এখন অনেকেরই প্রশ্ন যে শিশুদের জন্য কোন ফান্ডে বিনিয়োগ করা যেতে পারে। আমাদের দেশে এমন অনেক মিউচুয়াল ফান্ড আছে যা বিশেষ ভাবেশুধুমাত্র শিশুদের জন্য তৈরি। এই ধরণের মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করলে আপনার সন্তান বড় হওয়ার সাথে সাথে আর্থিক নিরাপত্তা বাড়ে। আজ আপনাদের শিশুদের ভবিষ্যত সুরক্ষিত করতে পারে এমন দুটো মিউচুয়াল ফান্ডের কথা জানাবো প্রথম টি হলো এসবিআই ম্যাগনাম চিলড্রেনস বেনিফিট ফান্ড এবং দ্বিতীয়টি হলো ইউটিআই চিলড্রেনস ক্যারিয়ার ফান্ড-ইনভেস্টমেন্ট প্ল্যান।চলুন আজকের প্রতিবেদনে এই মিউচুয়াল ফান্ড গুলো সম্পর্কের জানবো।

Children Mutual Fund

এসবিআই ম্যাগনাম চিলড্রেনস বেনিফিট ফান্ড

Children Mutual Fund : SBI এই দুর্দান্ত ফান্ড টি অনেক বাবা মা এর ই অনেক চিন্তার অবসান ঘটিয়েছে। এই দুর্দান্ত মিউচুয়াল ফান্ড স্কিম টি বিশেষ ভাবে লাঞ্চ করা হয়েছে ২০২০ সালে আপনার শিশুর ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য। এখানে আপনি প্রতি মাসে মাসে অল্প অল্প করে জমিয়ে একটি দীর্ঘ্য মেয়াদি ফান্ড তৈরি করতে পারেন। এখানে নুনতো ৫০০০ টাকা জমা করতে পারেন। কিংবা প্রতি মাসে ৫০০ টাকা করে দিয়েও বিনিয়োগ করা শুরু করতে পারেন। তবে বিনিয়োগের নির্দিষ্ট সীমা নাই। স্কিম টি লোক ইন পিরিয়ড সন্তানের প্রাপ্ত বয়স হওয়া অবধি কিংবা ৫ বছর।গত তিন বছরে এই ফান্ড থেকে ৩০ শতাংশ রিটার্ন পাওয়া গেছে

অবশ্যই পড়ুন » প্রতিটা মানুষই বিনিয়োগের ক্ষেত্রে বেশি রিটার্ন লাভ করতে চান। তাই ব্যাংকের FD তে নয় বিনিয়োগ করুন Debt Fund ।সুবিধা গুলো দেখে নিন এখনই

ইউটিআই চিলড্রেনস ক্যারিয়ার ফান্ড-ইনভেস্টমেন্ট প্ল্যান

Children Mutual Fund : সন্তান সন্ততির ভবিষ্যত কে আরো বেশি সুরক্ষিত করার জন্য আরো একটি দুর্দান্ত মিউচুয়াল ফান্ড হলো ইউটিআই-এর চিলড্রেনস ক্যারিয়ার ফান্ড-ইনভেস্টমেন্ট প্ল্যান।সোনাকে পড়াশুনা ,বিয়ে বিংবা দীর্ঘ্য মেয়াদি পরিকল্পনার জন্য এই ফুন্দি খুব ভালো। এই ফান্ড টি ১৯৯৩ সল্ থেকে চালু হয়েছে অর্থাৎ এটি খুব পুরোনো ফান্ড। বিনিয়োগের ৫ বছর পর বা সন্তানের প্রাপ্ত বয়স্ক হওয়ার পর এই ফান্ড থেকে টাকা তুলতে পারেন।
এই ফান্ডে বিনিয়োগ করার জন্য সন্তানের ব্যাঙ্ক একাউন্ট থাকা প্রয়োজন। এখানে ৫০০ টাকা দিয়ে SIP শুরু করতে পারেন। আর এককালীন বিনিয়োগ করতে চাইলে ন্যূনতম ৫০০০ টাকা দিয়ে শুরু করতে পারেন। তবে এতে কোনো সর্বোচ্ছ সীমা নাই। এই ফান্ড এ গত ৩ বছরে ৪৮ শতাংশএর বেশি রিটার্ন পাওয়া গিয়েছে।

অবশ্যই পড়ুন » অনেকেই তো বিনিয়োগ করেন বা করবেন বলে ভাবছেন। এখন একটি প্রশ্ন সবার মনে উঁকি মারে যে যদি আমি কখনো ভগবান না করুক মারা যাই তাহলে এই টাকাটা টির কি হবে ,কিভাবে আমার বাড়ির লোক টাকাটি পাবে। জানুন এখনই এই প্রতিবেদনে|What happens to the money if the investor dies during the SIP?

দাবিত্যাগ :-একটি কথা ভালো করে জেনে রাখা ভালো আমরা কোনো সিকিউরিটি এন্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া (SEBI ) নির্ধারিত আর্থিক উপদেষ্টা নই।
এই প্রতিবেদনটি শুধু মাত্র শিক্ষামূলক উদ্দ্যেশে তৈরি করা হয়েছে। আমরা কোনো ভাবে বিনিয়োগ করার পরামর্শ প্রদান করি না। আপনার বিনিয়োগের সিদ্ধান্ত আপনার নিজের এবং ঝুঁকি সহনশীলতার উপর নির্ভর করে নিতে হবে। কারণ মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ বাজার গত ঝুঁকি সাপেক্ষ

Leave a Comment