Money Meaking: টাকা থাকে টাকা বানাতে ধনী ব্যাক্তিরা চিরকালই পারদর্শী !এখন আপনিও অর্জন করুন এই ক্ষমতা কিভাবে জানুন

Money Meaking:টাকা থেকে কিভাবে টাকা বানাতে হয় এই বিষয় টি ধনী লোকেরা খুব ভালো ভাবে জানে ,যার কারণেই ধনী আরো ধনী গরিব আরো গরিব হতে থাকে। তবে আজ থেকে আপনিও পারবেন টাকা থেকে টাকা বানাতে। কারণ আজকের প্রতিবেদনে আমরা এমনি একটি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করবো। যার সাহায্য আপনি না খেটে শুধুমাত্র বুদ্ধির দ্বারা টাকাকে কাজে লাগিয়ে টাকা উপার্জন করতে পারবেন।

টাকা থেকে টাকা বানানোর পদ্ধতি :Money Meaking

আপনি হয়তো একটি প্রচলিত কথা শুনে থাকবেন যে কোনো ব্যাক্তি ইনকাম করে কখনো খুব বেশি ধনী হতে পারে না যদি না সে টাকা কে খাটিয়ে টাকা রোজগার করতে পারে। টাকা থেকে টাকা বানানোর অনেক পদ্ধতি আছে। তবে আজকে জানাবো কিভাবে মিউচুয়াল ফান্ড এ টাকা খাটিয়ে টাকা বাড়াতে পারেন
কারণ মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করে না কাজ করে বার্ষিক ১২% থেকে ১৫% রিটার্ন পেতে পারেন। মিউচুয়াল ফান্ডে SIP এর প্রতি মাসের আগ্রহ দিন দিন বাড়ছে কারণ এই পদ্ধতিতে বিনিয়োগ করলে খুব সহজেই ১২ থেকে ১৫% চক্রবৃদ্ধির সুবিধা পাচ্ছে। আজ আমরা মিউচুয়াল ফান্ডের এমন একটি সূত্রের কথা জানাব যার সাহায্য আপনি মাত্র ১৫ বছরের মধ্যেই কোটিপতি হয়ে উঠতে পারেন।

আজ আপনাদের মিউচুয়াল ফান্ড এর ১৫x ১৫x ১৫ সূত্রের ব্যাপারে জানাবো। এতে বার্ষিক ১৫ শতাংশ রিটার্ন পাওয়ার জন্য প্রতিমাসে ১৫ হাজার টাকা ১৫ বছর মেয়াদের জন্য বিনিয়োগ করতে হবে। এই ভাবে যদি আপনি ১৫ বছরের মোট ২৭ লক্ষ টাকা বিনিয়োগ করা হবে এখন যদি আপনি বার্ষিক ১৫ শতাংশ হরে রিটার্ন পান তাহলে সুদের পরিমান দাঁড়াবে ৭৪.৫৩ লক্ষ টাকা। অর্থাৎ আপনি ১৫ বছর পর ১.০১ কোটি টাকার মালিক হবে। আর যদি ১৫ শতাংশ জায়গায ১২ শতাংশ রিটার্ন পান তাহলে কোটিপতি হতে ১৭ বছর সময় লাগবে
এই সূত্র অনুযায়ীই ২৫ বছর থেকে বিনিয়োগ শুরু করলে ৪০ বছরে। ৩০বছর বয়স হলে ৪৫ বছরে। একই ভাবে ৩৫ বছর থেকে করলে ৫০ বছরে। ৪০বসয়সের ব্যাক্তি রা ৫৫ বছর বয়সে কোটিপতি হতে পারেন।
তবে আবারো একটাই কথা বলার মিউচুয়াল ফান্ড বাজারগত ঝুঁকি সাপেক্ষ তাই জেনে বুঝে তবেই বিনিয়োগ করবেন

Leave a Comment