সাবধান ! Mutual Fund এ বিনিয়োগ করা কি আদৌ নিরাপদ ? Mutual Fund এ বিনিয়োগ করার আগে অবশই দেখুন

Mutual Fund :বর্তমানে শেয়ার বাজার এ মানুষ যেমন বিনিয়োগের প্রতি আকৃষ্ট হচ্ছে। ঠিক একই ভাবে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ঝুঁকির পরিমান বাড়ছে দিন দিন কারণ মানুষ বুঝেছে এতে রিটার্ন বেশি পাওয়া যায়। স্মল ক্যাপ,মিড্ ক্যাপ,লার্জ ক্যাপ এর প্রতীকটিটাই বিনিয়োগের প্রতি ঝোক বাড়ছে। আর আজ কাল কার ইন্টারনেটের যুগে Mutual Fund এ বিনিয়োগ করা আরো সহজ হয়ে উঠেছে। জাত একটা ভালো বিষয়। Mutual Fund এ আপনি SIP থাকে LUMPSUM দুটো পদ্ধতিতে বিনিয়োগ করতে পারেন। Mutual Fund এ আপনি মাত্র ১০০ টাকা থেকে কয়েক হাজার টাকা এবং কয়েক লক্ষ টাকা অবধি বিনিয়োগ করতে পারেন। কিন্তু Mutual Fund এ বিনিয়োগ করাটা কতটা বিপজ্জনক তা আপনাকে ভালো করে বুঝে নিতে হবে। আসুন এই বিষয়ে জানতে প্রতিবেদনটি ভালো করে পড়ুন।

আরও জানুন :মিউচুয়াল ফান্ড নাকি শেয়ার বাজার কোনটিতে বিনিয়োগ করা লাভজনক এবং কম ঝুঁকি পূর্ণ। জানুন আজকের প্রতিবেদনে।

Mutual Fund এ টাকা বিনিয়োগ কি বিপজনক ?

(১) শেয়ার বাজারে বিনিয়োগের চাইতে Mutual Fund এ বিনিয়োগ করা তুলনা মূলক কম ঝুঁকিপূর্ণ। কিন্তু মিউচুয়াল ফান্ড হাউস গুলিও আপনার বিনিয়োগ কৃত অর্থ বিভিন্ন স্টক, বন্ড এবং অন্যান্য সিকিউরিটিতে বিনিয়োগ করে যার কারণে এই সিকুরিটি গুলি বাজারে ওঠা নাম করার সঙ্গে সঙ্গে মিউচুয়াল ফান্ডের রিটার্ণ ও ওঠা নাম করে। তাছাড়া বাজার সব সময় স্থিতিশীল নাও থাকতে পারে। তাই মিউচুয়াল ফান্ডের বিনিয়োগ যে সম্পূর্ণ ঝুঁকি পূর্ণ তা বলা যাবে না।

আরও জানুন :বেশি বয়সে SIP শুরু করাও কিভাবে লাখ পতি হওয়া যায় ,জানুন বিস্তারিত এই প্রতিবেদনে।

(২) অনেক যারা নতুন বিনিয়োগকরি মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে ভয় পায় কারণ তারা ভাবে যদি তাদের টাকা যদি কেউ নিয়ে পালায়।
অর্থাৎ তাদের টাকা কোনো ভাবে গায়েব হয়ে যাবে না তো ?অর্থাৎ তারা Mutual Fund এ সুরক্ষিত কিনা সেই নিয়ে একটু ভয়ে থাকে। কিন্তু একটা কথা আপনাদের জানাই এই মিউচুয়াল ফান্ড গুলো Securities and Exchange Board of India (SEBI) এবং Association of Mutual Fund in India (AMFI) দ্বারা নিয়ন্ত্রিত। তাই এই ফান্ড হাউস হলো আপনাদের বিনিয়োগকৃত অর্থ নিয়ে পালতে পারবে না।

(৩) এছাড়াও আজকের দিনে এমন ও অনেক মানুষ রয়েছেন যারা খুব কম সময় বিত্তমান হতে চান। বাজারে অনেক ধরণের কোম্পানি আছে যারা বেশি মুনাফা দিলেও কম সময়ের মধ্যে কিন্তু মনে রাখতে হবে এতে ঝুঁকিও অনেক বেশি থাকে। এইসব ক্ষেত্রে অতিরিক্ত ঝুঁকি নেওয়া খুব একটা বুদ্ধিমানের কাজ হবে বলে আমাদের মনে হয় না। কতটা ঝুঁকি আপনারা বা আপনি নিতে সক্ষম সেই ব্যাপার তা আপনাকেই ভুঝে নিতে হবে। তবে একটা সত্য চিরকালই সত্য যে খুব অল্প সময় বড়োলোক হওয়া সম্ভব নয়।

একমাত্র দীর্ঘ্য মেয়াদি বিনিয়োগের অবশই ভালো পাওয়া যায়। আপনার উচিত এই সমস্ত ফান্ডে বিনিয়োগের ক্ষেত্রে অবশই সমস্ত তথ্য ভালো করে পরে নেওয়া উচিত। তাছাড়া আজ কাল ইন্টার যেতে অনেক ওয়েবসাইট আছে যেখান থেকে আপনি খুব সহজে জানে পারবেন ক। আর এই প্রসঙ্গে বলে এই সম্পর্কিত ভালো ওয়েবসাইট হলো faceystyle .com

দাবিত্যাগ :-একটি কথা ভালো করে জেনে রাখা ভালো আমরা কোনো সিকিউরিটি এন্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া (SEBI ) নির্ধারিত আর্থিক উপদেষ্টা নই।
এই প্রতিবেদনটি শুধু মাত্র শিক্ষামূলক উদ্দ্যেশে তৈরি করা হয়েছে। আমরা কোনো ভাবে বিনিয়োগ করার পরামর্শ প্রদান করি না। আপনার বিনিয়োগের সিদ্ধান্ত আপনার নিজের এবং ঝুঁকি সহনশীলতার উপর নির্ভর করে নিতে হবে। কারণ মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ বাজার গত ঝুঁকি সাপেক্ষ

আরও জানুন :গত তিন বছরে সবথেকে বেশি রিটার্ন দিয়েছে !২০২৪ সালেও এই তিনটি মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে পারেন।

আরও জানুন :Mutual Fund SIP Calculation: এবার আপনিও মিউচুয়াল ফান্ডে প্রতিমাসে ৫,০০০ টাকার SIP করে কোটিপতি হতে পারবেন, এর জন্য কত সময় লাগবে জানুন।

Leave a Comment