Mutual Fund এর দৌলতে আপনার কাছে মাত্র ১২০০০টাকা থাকলেই আপনি কোটিপতি হতে পারেন। কিভাবে জানুন এখানে।

Mutual Fund:-বর্তমানে মানুষের মিউচুয়াল ফান্ডে টাকা রাখার আগ্রহ বাড়ছে কারণ এতে ব্যাংকে এর থেকে রিটার্ন অনেক বেশি পাওয়া যায়। তাই মানুষ ব্যাঙ্ক এ একাউন্ট খালি করে মিউচুয়াল ফান্ডে টাকা রাখছে। যদিও এতে রিস্ক এর পরিমান বেশি ব্যাঙ্ক একাউন্ট এ টাকা রাখা বা ফিক্সড ডিপোজিট এর থেকে । কিন্তু মানুষ এখন যথেষ্ট বুদ্ধিমান তারা জানে কি ভাবে রিস্ক নিতে হয় এবং লাভবান হতে হয়। বর্তমানে মিউচুয়াল ফান্ডে মাত্র ১২০০০ টাকা রেখে কতদিনের মধ্যে কোটিপতি হতে পারেন তার হিসাব নিকাশ করে একটু দেখে নিন।

এখন প্রশ্ন হলো ১২০০০ টাকা মিউচুয়াল ফান্ডে রাখলে কোটিপতি হতে ঠিক কত দিন সময় লাগবে ?

Mutual fund:- বিনিয়োগ করলে কত দিনের মধ্যে আপনি কোটিপতি হবেন তা নির্ভর আপনি কতটা রিটার্ন পাবেন তার উপর, যদি আপনি বেশি পরিমানে রিটার্ন পান তাহলে খুব কম দিনের মধ্যেই আপনি কোটিপতি হবেন এটাই স্বাভাবিক। কিন্তু বেশি রিটার্ন এর ক্ষেত্রে ঝুঁকিটাই বেশি থাকে। তবে পূর্বে দেখা গেছে দীর্ঘ্য মেয়াদি বিনিয়োগ করলে খুব সহজেই ১০ থেকে ১৫ শতাংশ রিটার্ন পাওয়া যায়। তবে আপনিও যদি এই পরিমান রিটার্ন এর সুবিধা পেতে চান তাহলে আজই sip এর মাধ্যমে ১২০০০ টাকা প্রতি মাসে জমা করুন এবং কত দিনে কোটিপতি হবেন তা সম্পর্কে বিস্তারিত নিচে দেওয়া হলো।

এখন প্রশ্ন হলো ১২% থেকে ১৫% রিটার্ন পেয়ে কোটিপতি হতে ঠিক কতদিন সময় লাগবে ?

Mutual Fund :-এখন আপনি যদি এমন একটি মিউচুয়াল ফান্ডে ১২০০০ টাকা ইনভেস্ট করেন যেখানে বার্ষিক ১৫% এর গড় এ রিটার্ন পাবেন ,সেক্ষেত্রে কোটিপতি হতে আপনার ১৫ থাকে ১৭ বছর লাগবে। কারণ আপনি যদি ১২০০০ টাকায় sip ১৭ বছর চালান তাহলে আপনার বিনিয়োগ করা টাকার পরিমান দাঁড়াবে ২৪.৪৮ লক্ষ টাকা। বার্ষিক ১৫% এর সুদে ওই টাকার উপর সুদ পাবেন প্রায় ৮৮.৩৩ লক্ষ টাকা। যার ফলে হিসাব অনুযায়ী ১৭ বছর পর আপনি ১.১৩ কোটি টাকার অধিকারী হবেন।
টিক একই ভাবে আপনি ১৫% এর জায়গা যা ১২% রিটার্ন পান তাহলে কোটিপতি হতে আপনার ১৯ বছর সময় লেগে যাবে। সেক্ষেত্রে ১৯ বছরে আপনার জমা করা অর্থের পরিমান দাঁড়াবে ২৭.৩৬ লক্ষ টাকা এবং আপনি ১২% সুদের হিসাবে সুদ পাবেন এই টাকার উপর ৭৭.৬৮ লক্ষ টাকা। অর্থাৎ আপনি ১৯ বছর পর ১.০৫ কোটি টাকার মালিক হয়ে উঠবেন।

বি দ্রঃ আপনাকে অবশই মনে রাখতে হবে মিউচুয়াল ফান্ড থেকে আসা রিটার্ন আপনার লাভের আওতায় আসে যার কারণে সরকারকে আপনাকে ট্যাক্স দিতে হবে। আপনাকে আবারো বলে রাখছি মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ যেহেতু ঝুঁকি পূর্ণ সেহেতু অবশই বিনিয়োগ করার আগে আপনাকে আপনার অর্থ উপদেষ্টার পরামর্শ অবশই নেবেন

Leave a Comment