MUTUAL FUND :-আপনারা কি জানেন ধোনি বেক্তিরা সবসময় FD তে বিনিয়োগ করার চাইতে শেয়ার বা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে বেশি পছন্দ করে। কিছু কিছু লোক মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করে যে ক্ষতি গ্রস্ত হয়নি সে কথাও ভুল। বিনিয়োগের ক্ষেত্রে আজ আমরা যে সূত্রটি সম্পর্কে জানাবো সেটি হলো ৭-৫-৩-১ সূত্র।
এখন প্রশ্ন হলো MUTUAL FUND এ বিনিয়োগ কেন ?
ঝুঁকির কারণে অনেকেই আছে যারা শেয়ার বাজারে বিনিয়োগ করতে চায় না তাদের জন্য সর্বোকৃষ্ট বিনিয়োগের মাধ্যম হলো MUTUAL FUND
শেয়ার বাজারের তুলনায় এতে ঝুঁকির পরিমান কম। যদি আপনি কোনো ইকুইটি তে বিনিয়োগ করেন তাহলে আপনি দীর্ঘ্য মেয়াদি ভালো রিটার্ন পাবেন এবং সেক্ষেত্রে আপনার দুঃচিন্তা অনেক তাই কম হবে।
এখন জেনে নেওয়া যাক MUTUAL FUND এ ক্ষেত্রে এই ৭-৫-৩-১ সূত্র কি ?
আপনাদের অনেকেই হয়তো জেনে গেছেন এই MUTUAL FUND এ শেয়ার বাজারে বিনিয়োগের তুলনায় অনেক বেশি নিরাপদ। এখানে ব্যাংকার তুলনায় অনেক বেশি রিটার্ন পাওয়া যায়। তবুও এখানে কিছু লোক অবশই মিউচুয়াল ফান্ডে লোকসান করেছেন। তবে এখানে লোকসান হওয়ার কারণ হলো পরিমিত জ্ঞান ও যথেষ্ট পরিকল্পনার অভাব। তবে আজ আমরা এই মিউচুয়াল ফান্ডের ৭-৫-৩-১ সূত্রের ব্যাপারে জানবো।
এই সূত্রের প্রতিটা সংখ্যা খুব গুরুত্বপূর্ণ যেমন প্রথম সংখ্যা ৭ মানে বোঝায় ৭ বছরের জন্য অর্থাৎদীর্ঘ্য সময়ের বিনিয়োগের কথা বোঝায়
বিশেষজ্ঞরা বলেন কম সময়ের বিনিয়োগে ক্ষতির সম্ভাবনা থাকে।
পরবর্তী সংখ্যা ৫ এর অর্থ হলো বিনিয়োগের পূর্বে গুরুত্বপূর্ণ ৫ টি পয়েন্ট বিবেচনা করা
(১) বিনিয়োগের পূর্বে আপনাকে একটি ভালো মানের ফান্ডের কথা চিন্তা এবং বেছে নিতে হবে।
(২) মিডক্যাপ এবং স্মল ক্যাপ কোম্পানিতে বিনিয়োগ করা যেমন ঝুঁকি বেশি তেমনি লাভ বেশি।
(৩) প্রতিদিন বাজারমূল্যের খবরাখবর নেওয়া এবং গতিবিধি লক্ষ রাখা।
(৪) বৈশ্বিক ফান্ড ,এতে ভারতীয় এবং বিদেশি তহবিল গুলিতে বিনিয়োগের সম্ভাবনা বেশি থাকে।
(৫) উদীয়মান ফান্ড যেগুলি বর্তমানে ছোট হলেও ভবিস্যতে বড় সম্ভাবনা আছে।
সূত্রের পরবর্তী সংখ্যা ৩ এর অর্থ হলো হতাশা এবং বীরত্বের প্রতিনিধিত্ব। আপনাকে এখানে হতাশা কে জয় করতে হবে কারণ এই মিউচুয়াল ফান্ডে কখনো অনেক লাভ কখনো অল্প ক্লাব কখনো ক্ষতি হতেই পারে কিন্তু তাই বলে ভেঙে পড়লে হবে না। হতাশ হয়ে হটাৎ করে সমস্ত টাকা তুলে নেবেন সেটি করলে আপনি সবচাইতে বেশি ক্ষতি হবেন। আর আগের গুরুত্ব পয়েন্টে এ বলাই আছে ভালো মানের মিউচুয়াল ফান্ড নির্বাচন করতে হবে।
এবং সর্ব শেষ যে নম্বর টি হলো ১ যেটির মানে বোঝায় বিনিয়োগের পরিমান বাড়ানো। রোজগার বাড়ানোর সাথে সাথে যেন SIP তে বিনিয়োগের পরিমান বাড়ানো হয়। এর ফলে আপনি চক্র বৃদ্ধি সুদের পরিমান থেকে আপনি আয়ের সুবিধা পান।
দাবিত্যাগ :-একটি কথা ভালো করে জেনে রাখা ভালো আমরা কোনো সিকিউরিটি এন্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া (SEBI ) নির্ধারিত আর্থিক উপদেষ্টা নই।
এই প্রতিবেদনটি শুধু মাত্র শিক্ষামূলক উদ্দ্যেশে তৈরি করা হয়েছে। আমরা কোনো ভাবে বিনিয়োগ করার পরামর্শ প্রদান করি না। আপনার বিনিয়োগের সিদ্ধান্ত আপনার নিজের এবং ঝুঁকি সহনশীলতার উপর নির্ভর করে নিতে হবে। কারণ মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ বাজার গত ঝুঁকি সাপেক্ষ
আরও জানুন :গত তিন বছরে সবথেকে বেশি রিটার্ন দিয়েছে !২০২৪ সালেও এই তিনটি মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে পারেন।