Mutual Fund Vs Share Market : টাকা বিনিয়োগের কথা উঠলে মানুষের মনে সবচাইতে আগে উঠে আসে যে দুটো নাম সেগুলি হলো এক মিউচুয়াল ফান্ড এবং শেয়ার মার্কেট।কিন্তু অনেক মানুষের কাছেই এখনো বিষয় টি নিয়ে দোলাচলে থাকে যে তারা বিনিয়োগ করবে ঠিক কোন জায়গায মানে মিউচুয়াল ফান্ড না শেয়ার মার্কেট কোনটি? কোনটিতে বিনিয়োগ লাভ জনক এবং কম ঝুঁকি পূর্ণ আজকের এই প্রতিবেদনে আমরা এই দুটো বিষয় নিয়ে পুংখানুপূর্ণ তথ্য পরিবেশন করবো যাতে আপনাদের বিনিয়োগের সময় কোনো দ্বিমত না হয়।
(১) মিউচুয়াল ফান্ড(Mutual Fund) :-আপনারা সকলেই জানেন দ্রুত অর্থ বৃদ্ধি করার জন্য সর্বোকৃষ্ট উপায় হলো মিউচুয়াল ফান্ড। কারণ এই পদ্ধতিতে আপনি SIP সিস্টেমের দ্বারা খুব কম টাকা প্রতি মাসে বিনিয়োগ করতে পারেন। এবং কয়েক বছর পর আপনি এই টাকা চক্রবৃদ্ধি হারে রিটার্ন পাবেন
আরো জানুন >>>Who Records Our Investments| মিউচুয়াল ফান্ডে তো অনেকেই বিনিয়োগ করেন। তবে জানেন কি আপনার বিনিয়োগের রেকর্ড কে রাখে?
মিউচুয়াল ফান্ড সম্পর্কে আরো জানতে ক্লিক করুন
(২) শেয়ার বাজারে(Share Market): শেয়ার বা স্টক কেনা বেচা হয়ে থাকে। যেখানে কোম্পানি স্টক এক্সচেঞ্জ এর মাধ্যমে শেয়ার কেনা বেচা করে থাকেন। যদি আপনি কোনো কোম্পানির শেয়ার কিনলেন তার মানে আপনি ওই কোম্পানির কিছু অংশের অংশীদার হয়ে উঠলেন মানে ওই কোম্পানির কিছু অংশের মালিক আপনি।
চলুন একটু উদাহরণ সহযোগে ভালো করে বুঝে নেওয়া যাক। ধরে নেওয়া যাক XYZ কোম্পানির টোটাল ১০০ তা শেয়ার আছে এখন আপনি এর মধ্যে থেকে একটি শেয়ার কিনলেন তার মানে আপনি ওই কোম্পানির ১০০ ভাগের এক ভাগ অংশের অংশীদার।
মিউচুয়াল ফান্ড V/s শেয়ার বাজার(Mutual Fund Vs Share Market)
বিষয়(Mutual Fund Vs Share Market) | মিউচুয়াল ফান্ড | শেয়ার বাজার |
---|---|---|
বিনিয়োগের প্রকার | অপ্রত্যক্ষ বিনিয়োগ | প্রত্যক্ষ বিনিয়োগ |
পরিচালনা | মিউচুয়াল ফান্ডে একজন ফান্ড ম্যানেজার দ্বারা পরিচালনা করা হয় | বিনিয়োগকারী নিজেই পরিচালনা করে থাকেন |
SIP তে বিনিয়োগ | এখানে আপনি সিপ্ পদ্ধতিতে মাসে নির্দিষ্ট এমাউন্ট বিনিয়োগ করতে পারেন। | কিন্তু শেয়ার এ তা পারবেন না কারণ এখানে মূল্য ওঠা নাম করতে থাকে যার কারণে আপনার বিনিয়োগের পরিমান পরিবর্তনশীল |
অর্থের পরিমান | মিউচুয়াল ফান্ডে আপনার অনেক অর্থের প্রয়োজন নাই কারণ ফান্ড হাউস গুলি আপনার মতো অনেকের কাছ থেকে টাকা সঞ্চয় করে তবে বিনিয়োগ করেন তাই আপনার ঝুঁকির পরিমাণও কম। | কিন্তু এক্ষেত্রে আপনাকে প্রতক্ষ ভাবে বিনিয়োগ করতে যেহেতু কোম্পানিগুলির শেয়ার এর দাম অনেক ওঠা নাম করে তাই আপনার বিনিয়োগের ক্ষেত্রে আপনার বিনিয়োগের পরিমাণ ওঠা নাম করে থাকে। |
রিটার্ন | গড় রিটার্ন ৮ শতাংশ হারে হয় | লং টার্ম এর ক্ষেত্রে রিটার্ন ১৪ থেকে ১৬ শতাংশ হারে হতে পারে। |
রিটার্ন এর সময় | দীর্ঘ্য সময় ভালো রিটার্ন দিতে পারে কমপক্ষে ৫বছর | খুব তাড়াতাড়ি ভালো রিটার্ন দিতে পারে |
ফিস বা চার্জ | আপনাকে ফান্ড ম্যানেজমেন্ট চার্জ,back and load , early redmpson ইত্যাদি এর জন্য টাকা দিতে হয় | আপনাকে ব্রোকারেজ ফ্রি এবং অন্যান্য ফিস দিতে হবে |
মালিকানা | মিউচুয়াল ফান্ডে আপনি ফান্ডের সাথে সম্পদও বিনিয়োগ করা যায় | শেয়ার বাজারে আপনি শুধুমাত্র শেয়ার বাজারে বিনিয়োগ করেন এর সাহায্য শুধুমাত্র আপনি কোম্পানির কিছু অংশের মালিকানা পেতে পারেন। |
স্বাধীনতা | মিউচুয়াল ফান্ড একটি পেশাদারি মতামত প্রদান করে | শেয়ার বাজারে বিনিয়োগ প্রক্রিয়াগত ভাবে স্বাধীন |
বিনিয়োগকারীর প্রকার | মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ যে কোনো কেউই করতে পারে | এই খানে বিনিয়োগ সাধারণত নেতা ও বোরো ব্যাবসায়ী রা করে থাকেন |
উপসংহার
Mutual Fund Vs Share Market :আমাদের দেশ ১৪০ কোটি জনগণের দেশ তাদের প্রত্যেকের মতামত ভিন্ন তাদের বিনিয়োগের ধরন ও ভিন্ন। এটি বিনিয়োগকারীর উপর নির্ভর করে যে সে কি সুবিধা পেতে চায়, কত দিনের জন্য বিনিয়োগ করতে চায়, কতটা রিস্ক নিতে ইচ্ছুক বা পারদর্শী এই সবের উপর ভিত্তি করে তবেই বিনিয়োগ করে থাকেন কেউ
আমরা শুধুমাত্র এই প্রতিবেদনে মিউচুয়াল ফান্ড এবং শেয়ার মার্কেট এর কিছু বৈশিষ্ট নিপুন ভাবে ভেদ করার চেষ্টা করা হয়েছে।
শেয়ার বাজার কি ?
শেয়ার বাজার হলো এমন একটি মাধ্যম যেকানে আপনি কোনো একটি কমপানির স্টক বা শেয়ার কিনতে পারেন যার দ্বারা আপনি ওই কোম্পানির কিছু অংশের মালিকানা পেতে পারেন। এবং যদি ওই কোম্পানি লাভ করে তাহলে সেই লেভার শতাংশ আপনিও আপনার শেয়ার অনুযায়ী পাবেন।
শেয়ার বাজার এ বিনিয়োগের সুবিধা কি?
আপনি শেয়ার বাজারে যে ভাবেই বিনিয়োগ করুন না কোনো এখানে মাসে ৫০০ টাকা বিনিয়োগের মাধ্যমে উচ্চ রিটার্ন পেতে পারেবেন। কিন্তু এটা ভুলে গেলে হবে না যে এ টি তে বিনিয়োগ ঝুঁকি পূর্ণ এক্ষেত্রে অবশই আপনার বেক্তিগত আর্থিক জ্ঞান এর প্রয়োজন।
বিনিয়োগ করার আগে শেয়ার বাজার সম্পর্কে কি কি বিষয় জেনে নেওয়া দরকার ?
শেয়ার বাজার সম্পর্কে গবেষণা করার অনেক উপায় আছে প্রথমে আপনি যে কোম্পানিতে বিনিয়োগ করতে চান সেই কোম্পানি সম্পর্কে একজেনে নেওয়া দরকার সেটা সংবাদপত্র বা ইন্টারনেট থেকে। এছাড়াও ওই কোম্পানির প্রতিযোগী গুলো সম্পর্কে জেনে নেওয়া দরকার। এছাড়াও ত্রিয়ো কোনো বেক্তি যার অভিজ্ঞ তার পরামর্শ নেওয়া প্রয়োজন আছে