SBI Mutual Fund : অল্প রোজগার সম্পন্ন বেক্তিরাও আজ কাল মিউচুয়াল ঊংডে বিনিয়োগ করে যথেষ্ট টাকা জমানোর চিন্তা ভাবনা করছে। কারণ আমরা সবাই জানি মিউচুয়াল ফান্ড এর রিটার্ন ব্যাংকের FD এর চাইতে অনেক বেশি। কিন্তু যখনি মিউচুয়াল ফান্ডের বিনিয়োগ করার কথা মাথ্যায় আসে তখন অনেকেই ভেবে পেয়ে ওঠে না কোন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করবে। বাজারে মিউচুয়াল ফান্ড অনেক আছে। তবে আজ আমরা SBI এর দারুন একটি মিউচুয়াল ফান্ডের ব্যাপারে কথা বলব যেটি হলো SBI Blue Chip Fund, এই ফান্ড টি গত ৫ বছরে FD তুলনায় দ্বিগুনেরও বেশি রিটার্ন দিয়েছে।
এস বি আই ব্লু চিপ ফান্ড (SBI Blue Chip Fund)/ SBI Mutual Fund:
স্টেট ব্যাংকার এই মিউচুয়াল ফান্ড টি তাদের জন্য যারা ভারতের Blue চিপ কোম্পানি গুলোতে বিনিয়োগ করতে ইচ্ছুক এই ধরণের কোম্পানি গুলো দীর্ঘ্য সময় ভালো রিটার্ন দেয়। তুলনা মূলক ভাবে ঝুঁকির পরিমান অনেক কম।
SBI এর এই BLUE চিপ ফান্ড এর সম্পদ বরাদ্দ কাঠামো এর একটি বিশেষ স্টাইল আছে। এটি তার বিনিয়োগের ৭০+১০০% ইকুইটি এবং ইকুইটি সম্পর্কিত উপকরণ গুলিতে বিনিয়োগ করে এখন যখন বাকিগুলি অর্থ উপকরণ গুলিতে বিনিয়োগ করে। এটি ইকুইটি মিউচুয়াল ফান্ড যা দীর্ঘ্য মেয়াদি মূলধন বৃদ্ধি অর্জন করে লক্ষ অর্জনে সাহায্য করে।
FD এর চেয়ে রিটার্ন দ্বিগুন
আজ থেকে প্রায় ১৮ বছর আগে পথ চলা শুরু করেছিল এই SBI এর এই মিউচুয়াল ফান্ড স্কিম টি। অতীতে সর্ব নিম্ন ৫০০ টাকা থেকে বিনিয়োগ করা যায়। দেখা গেছে গত এক বছরে এই ফান্ড টি ৯.৭৫ শতাংশ এবং গত ৩ বছরে ১৩ শতাংশ হারে রিটার্ন দিয়ে যাচ্ছে। দীর্ঘ্য মেয়াদি বিনিয়োগের ক্ষেত্রে ,গত ৫ বছরে Sbi Blue Chip Fund ২১.৬৮ শতাংশ হারে রিটার্ন দিয়ে গেছে। যা সত্যিই অনবধ্য। যেখানে FD র উপর সাধারণত ৭-৮ শতাংশ সুদ দেখতে পাওয়া যায়। অর্থাৎ আপনি যদি এতে ৫ বছরের জন্য বিনিয়োগ করেন তাহলে FD এর তুলনায় দ্বিগুনেরও বেশি রিটার্ন পাওয়া যেত।
SBI Mutual Fund/SBI Blue Chip Fund এটি তাদের জন্য যারা দীর্ঘ্য মেয়াদি রিটার্ন এর কথা ভাবেন। এই ফান্ড টি যেহেতু ভারতের লার্জ ক্যাপ কোম্পানিগুলোতে বিনিয়োগ করে থাকে তাই এটি ভারতীয়ের সবচাইতে স্থিতিশীল এবং বাজার গত ভাবে সর্ব বৃহৎ।
SIP তে ৫ বছরে SBI Mutual Fund রিটার্ন দেখা কত ?
দেখা গেছে গত ৫ বছরে এই ফান্ড টি ২১.৬৮ শতাংশ রিটার্ন দিয়েছে। এখন আপনিও যদি এই ফান্ড টি তে আজ থেকে ৫ বছর আগে ১০০ টাকা দিয়ে SIP শুরু করতেন তাহলে যে ২১.৬৮ শতাংশ হারে আজ প্রায় এক লাখ টাকার বেশি রিটার্ন পেতেন।
গত ৫ বছরে মোট জমাকৃত টাকার পরিমান দাঁড়ালো ৬০০০০ টাকা এবং সুদের পরিমান দাঁড়াতো ৪৮,৬৪৫ টাকা। অর্থাৎ মোট আমানত হতো ১,০৮,৬৪৫ টাকা
আরো দেখুন >>>>এসবিআই মিউচুয়াল ফান্ড
দাবিত্যাগ :-একটি কথা ভালো করে জেনে রাখা ভালো আমরা কোনো সিকিউরিটি এন্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া (SEBI ) নির্ধারিত আর্থিক উপদেষ্টা নই।
এই প্রতিবেদনটি শুধু মাত্র শিক্ষামূলক উদ্দ্যেশে তৈরি করা হয়েছে। আমরা কোনো ভাবে বিনিয়োগ করার পরামর্শ প্রদান করি না। আপনার বিনিয়োগের সিদ্ধান্ত আপনার নিজের এবং ঝুঁকি সহনশীলতার উপর নির্ভর করে নিতে হবে। কারণ মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ বাজার গত ঝুঁকি সাপেক্ষ