SIP না SWP কোন পদ্ধতিতে বিনিয়োগ করলে আপনি লাভবান হবেন ?জানুন আজকের প্রতিবেদনে।

নিজের ভবিষ্যতের কথা চিন্তা করে অনেক মানুষই আজ কাল টাকা জমানোর কথা চিন্তা করে বিভিন্ন বিনিয়োগের স্কিম কে বেছে নিচ্ছে।
ব্যাঙ্ক বা পোস্ট অফিসের পাশাপাশি বিভিন্ন বীমা সংস্থান বা মিউচুয়াল ফান্ডে ইত্যাদি স্থান বেছে নিচ্ছে। বিভিন্ন স্থানে বিনিয়োগ করার জন্য বিভিন্ন স্কিম ও রয়েছে তারই মধ্যে একটা গুরুত্বপূর্ণ হলো SIP(সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান )

বর্তমান সময় দাঁড়িয়ে মোটামুটি কম বেশি সব মানুষই জানে SIP কি। কিভাবে এটি পরিচালিত হয় এটি কিভাবে লাভবান করে

কিন্তু বর্তমানে দাঁড়িয়ে আর একটি প্ল্যান যথেষ্ট জনপ্রিয় হয়ে উঠেছে সেটি হলো SWP (সিস্টেমেটিক উইথড্রয়াল প্ল্যান ), তবে অনেকই এই SWP এর বিষয়ে সঠিক ধারণা নাই। এই বিষয়ে আজ আমরা আলোচনা করবো।

SIP না SWP কোন পদ্ধতিতে বিনিয়োগ করলে আপনি লাভবান হবেন ?জানুন আজকের প্রতিবেদনে।

SWP কি ?

SWP হলো একটি বিনিয়োগের কৌশল গত প্রত্যাহার বিকল্প। সিপ্ পদ্ধতির মাধ্যমে যেমন কারো কাছে এককালীন অনেক টাকা না থাকলে তারা মাসে মাসে অল্প অল্প টাকা নিজের সামর্থ মতো বিনিয়োগ করেন। ঠিক তেমনি SWP পদ্ধতিতে এককালীন মোটা অংকের টাকা বিনিয়োগ করতে হয়। পরবতীতে গ্রাহক প্রতি মাসে মাসে সুদ এবং মূলধনের কিছু তা অংশ লাভ করেন।
অর্থাৎ এটি মাসে একটি নিশ্চিত আয় দেয়। এটি বিশেষত প্রবীণ মানুষদের জন্য সবচেয়ে বেশি লাভমান। কারণ প্রতি মাসে একটি নির্দিষ্ট পরিমন অর্থ আয় দেয়।

SWP কোনো অধিক লাভ জনক ?

আর্থিক বিশেষজ্ঞরা মনে করেন যে SWP অনেক বেশি লাভ জনক কারণ এই স্কিম অবসরকালীন সময়ের এক গুরুত্বপূর্ণ লাঠি। কারণ আর মাধ্যমে যেমন নিয়মিত লাভ করা যায় ঠিক তেমনি বিনিয়োগকারী নিজেই এই স্কিম প্রত্যাহারের সময়কাল ঠিক করতে পারেন। সে ক্ষেত্রে বিনিয়োগ করা মূলধন সুদ সহ সরাসরি গ্রাহকের ACCOUNTE এ চলে আসে।

মাসিক কিস্তিতে টাকা তুলে নেওয়ার পর অবশিষ্ট টাকাও বাড়তে থাকে। মাসিক কিস্তিতে টাকা তুলে নেওয়ার পর অবশিষ্ট টাকা জমতে থাকে।
এই কারণে মেয়াদ শেষে মোটা কর্পাস যুক্ত হয়। তবে মিউচুয়াল ফান্ড ব্যাপারটা যেহেতু ওঠা নামা করে তাই এই স্কিম বিনিয়োগের ক্ষেত্রে অবশই এই ব্যাপারটি মনে রাখা দরকার।

করের সুবিধা

SWP মিউচুয়াল ফান্ড থেকে প্রাপ্ত লভ্যাংশ সম্পূর্ণ ভাবে কর মুক্ত। যা আয় করার ক্ষেত্রে একটি চিন্তা মুক্ত বিষয়

বিশেষজ্ঞগণের পরামর্শ

বিভিন্ন বিশেষজ্ঞগণের পরামর্শ অনুযায়ী মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে SIP এবং SWP দুটি স্বতন্ত্র বিনিয়োগ কৌশল।
SIP তে বিনিয়োগ করা হলো সম্পত্তি গড়ে তোলা হলো একটি আদর্শ পদ্ধতি। ঠিক একই ভাবে SWP তে এককালীন মোটা টাকা বিনিয়োগ করে সেখান থেকে প্রতি মাসে ইনকাম করার একটি আদর্শ পদ্ধতি। মধ্যা কথা যারা প্রতিমাসে নিয়মিত আয় করতে চান সম্পত্তি বাড়ানোর প্রয়োজন নাই তাদের জন্য SWP আদর্শ। ওপর দিকে যারা সম্পত্তি বাড়াতে চান মাসিক ইনকাম প্রয়োজন নাই তাদের জন্য SIP একটি আদর্শ মাধ্যম

আরো জানুন “খেটে খাওয়া মানুষ কি কোটিপতি হতে পারে না? পারে সবই সম্ভব! কিভাবে তা জানুন এখানে| How a Working Man can Become a Millionaire?”

Leave a Comment