STP vs SIP :আপনি কি বিনিয়োগ করবেন বলে ভাবছেন!তাহলে বিনিয়োগ করুন STP তে আর পায়ে যান SIP এর চেয়ে বেশি রিটার্ন ,জানুন এখনই( Right Now)

STP vs SIP :-বর্তমানে দাঁড়িয়ে বিনিয়োগ করার সব চাইতে ভালই মাধ্যম হলো মিউচুয়াল ফান্ড। আজকাল অনেক মানুষই সিটেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান এর সাহায্য ইনভেস্ট করে থাকেন। কারণ SIP (সিটেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান) সবচাইতে কম ঝুঁকিপূর্ণ। এবং রিটার্ন ও কম বেশি ভালোই পাওয়া যায়। তবে আজ আরো একটি মিউচুয়াল ফান্ডের বিকল্প সম্পর্কে জানাবো যেখানে বিনিয়োগ করলে সিপ্ এর থেকেও বেশি রিটার্ন পাওয়া যায়।

STP vs SIP

Systematic Transfer Plan (STP)

STP vs SIP: আজ কথা বলবো মিউচুয়াল ফান্ডের আর একটি স্কিম এর ব্যাপারে কথা বলবো যার নাম হলো সিস্টেমেটিক ট্রান্সফার প্ল্যান। যদিও সবাই SIP এর ব্যাপারে কমবেশি সবাই জানে। কিন্তু STP এর ব্যাপারে অনেকেই অবগত নয়। কিন্তু আপনি জানলে চমকে যাবেন যে SIP এর থেকে STP তে রিটার্ন অনেক বেশি। যদিও অনেকে মনে করেন STP এবং SIP উভয় একই জিনিস। কিন্তু আদতে এটি ভুল চিন্তা দুটো সম্পূর্ণ আলাদা বিষয়।
সিস্টেমেটিক ট্রান্সফার প্লান কি ?আসলে এই হলো এমন একটি পদ্ধতি যার সাহায্য মিউচুয়াল ফান্ডের একটি ফান্ড থেকে আর একটি ফান্ডে পূর্ব নিনির্ধারিত সময়ের ব্যাবধানে নির্দিষ্ট পরিমান অর্থ ট্রান্সফার করা যায়। সেক্ষেত্রে SIP তে টাকা ব্যাঙ্ক থেকে মিউচুয়াল ফান্ডে ট্রান্সফার হয়ে যায়।
STP এর দ্বার দুটি ফান্ডের যে কোনো একটি থেকে আরেকটিতে ইকুইটি ভিত্তিক টাকা ট্রান্সফার করার এককথায় মুশকিল আসান।

এখন এস আই পি তে ,আপনি যাই মেয়াদের তাকাই ইনভেস্ট করুন না কেন ,তার উপর নির্ভর করে আপনাকে দীর্ঘ্য মেয়াদি সুদের উপর এবং স্বল্প মেয়াদি সুদের উপর ট্যাক্স দিতে হবে। তবে সে দিক থেকে দেখতে গেলে নবাজারের অস্থির পরিবেশে ইকুইটি ফান্ডে বিশাল অর্থ বিনিয়োগ করার সর্বোৎকৃষ্ট উপায় হলো এস টি পি। এখন এটা জানার বিষয় এস এই পি এর থেকে এস টি পি তে বিনিয়োগ করে কিভাবে বেশি লাভ পাওয়া সম্ভব? সে বিষয় একটু আলোকপাত করা যাক

অবশ্যই পড়ুন » অনেকেই তো বিনিয়োগ করেন বা করবেন বলে ভাবছেন। এখন একটি প্রশ্ন সবার মনে উঁকি মারে যে যদি আমি কখনো ভগবান না করুক মারা যাই তাহলে এই টাকাটা টির কি হবে ,কিভাবে আমার বাড়ির লোক টাকাটি পাবে। জানুন এখনই এই প্রতিবেদনে|What happens to the money if the investor dies during the SIP?

STP তে বিনিয়োগের সুবিধা কি ??
ধরা যাক আপনি বিগত বছরে এভারেজ ফ্লেক্সি ক্যাপ ফান্ডে ৫ লক্ষ টাকা টাকা বিনিয়োগ করেছেন। এখন সেভিংস একাউন্ট এ ওই পরিমান অর্থ রেখে মাসে এস এই পি করলে আপনি বছরের শেষে সুদ সহ আপনি রিটার্ন পাবেন ৫.৮০ লক্ষ টাকা। অন্য দিকে এই পরিমান টাকা আপনি লিকুইড ফান্ডে রেখে STP করলে ,বছর শেষে সেখানে আপনি ৫.৮৯ লোক টাকা রিটার্ন পেতে পারেন। অর্থাৎ এক বছরে এস আই পি আর থেকে এস টি পি তে ৯০০০ টাকা বেশি পাওয়া যাবে। এটা বলাই যায় এস টি পি লিকুইড ফান্ডে টাকা রাখার দরুন উচ্চ রিটার্ন পাওয়া যায়।

অবশ্যই পড়ুন » SWP প্লানের মাধ্যমে কিভাবে আপনি না খেটে শুধুমাত্র আপনার টাকা খাটিয়ে মাসে ১০০০০ টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন জেনেনিন সহজ পদ্ধতি

এখন এটাও জেনে নেওয়া যাক এর অসুবিধা কি ?

STP vs SIP : প্রত্যেকের জিনিসের ভালো গুন্ মন্দ গুন্ থাকে এক্ষেত্রে মন্দ গুন্ হলো আপনার কাছে যদি অনেক তা পরিমান টাকা থাকে তবেই STP সুবিধা পেতে পারেন কারণ এ ক্ষেত্রে একই ফান্ড হাউস থেকে দুটি স্কিম এর বিনিয়োগ করতে হয়।

দাবিত্যাগ :-একটি কথা ভালো করে জেনে রাখা ভালো আমরা কোনো সিকিউরিটি এন্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া (SEBI ) নির্ধারিত আর্থিক উপদেষ্টা নই।
এই প্রতিবেদনটি শুধু মাত্র শিক্ষামূলক উদ্দ্যেশে তৈরি করা হয়েছে। আমরা কোনো ভাবে বিনিয়োগ করার পরামর্শ প্রদান করি না। আপনার বিনিয়োগের সিদ্ধান্ত আপনার নিজের এবং ঝুঁকি সহনশীলতার উপর নির্ভর করে নিতে হবে। কারণ মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ বাজার গত ঝুঁকি সাপেক্ষ

অবশ্যই পড়ুন » Exclusive Children Mutual Fund : আপনি কি আপনার সন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত করতে চান ,তাহলে বিনিয়োগ করুন এই ফান্ডে।সন্তানের বিবাহ থেকে পড়াশুনা সমস্ত চিন্তার অবসান এক তুড়িতে।

অবশ্যই পড়ুন » Strategy OF Mutual Fund :- আপনারা কি জানেন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ক্ষেত্রে ১৫X ২০X ১২ সূত্র জানলে আপনি সহজেই বিত্তবান হতে পারেন। কিভাবে জানুন এই প্রতিবেদনে।

Leave a Comment