15x20x12 Mutual Fund Investment Strategy:আপনারা হয়তো সকলেই compunding ইন্টারেস্টের জাদু কম বেশি সবাই জানেন। কিভাবে টাকা বাড়ে এই পদ্ধতিতে তা আসা করি আলাদা করে আপনাদের বোঝাবার প্রয়োজন নাই। আপনারা যদি মিউচুয়াল ফান্ডে দীর্ঘ মেয়াদি বিনিয়োগ করেন তাহলে আপনি কম্পউন্ডের জাদু নিজের চোখে দেখতে পারবেন। তাই আজ আমরা মিতুল ফান্ডে বিনিয়োগের একটি কৌশল সম্পর্কে জানাবো। SIP পদ্ধতির মাধ্যমে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের একটি কৌশলের নাম হলো ১৫x ২০x ১২। এই কৌশল মেনে বিনিয়োগ করলে খুব সহজেই আপনি বিশাল অর্থ রাশির মালিক হয়ে উঠবেন।
মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করার (Strategy OF Mutual Fund )15x20x12 সূত্র :শেয়ার বাজারের চেয়ে মিউচুয়াল ফান্ডের বিনিয়োগ করা কম ঝুঁকি পূর্ণ বলে মনে করা হয়। কারণ শেয়ার মার্কেটে আপনাকে বাজারে খবর সম্পর্কে সবসময় আপডেট থাকতে হয়। এই সব বিষয়ের কথা মাথায় রেখে নিজের প্রতি মানসিক চাপ না বাড়িয়ে কম ঝুঁকি নিয়ে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে সাচ্ছন্দ বোধ করেন। তাদের কথা মাথায় রেখেই আমরা আজ একটি মিউচুয়াল ফান্ড এ বিনিয়োগ স্ট্রাটেজি নিয়ে আলোচনা করবো আপনি যদি বিনিয়োগ করার ১৫x ২০x ১২ সূত্র মেনে চলেন তাহলে তাহলে খুব কম সময়ই কোটিপতি হতে পারেন
আমাদের আলোচিত কৌশলটিকে ব্যবহার করে খুব সহজেই কোটিপতি হতে পারেন কিভাবে দেখুন
এই ১৫x ২০x ১২ সূত্রের সাহায্য এ বিনিয়োগ করার ক্ষেত্রে আপনি যদি প্রতি মাসে ২০ হাজার করে ১৫ বছরের জন্য ১২ শতাংশ রিটার্ন পায়ে থাকেন তাহলে খুব সহজেই কোটিপতি হয়ে যাবেন। প্রতি মাসে ২০ হাজার টাকা ১৫ বছর ধরে বিনিয়োগ করলে মূলধনের পরিমান ৩৬,.০০,০০০ টাকা। ১৫ বছর পর ১২ শতাংশ অনুযায়ী এর মোট ৬৪,৯১,৫২০ টাকা পর্য্যন সুদ পাবেন অথাৎ ১৫ বছর পর মোট ১,০০,৯১৫২০ টাকার মালিক হবেন।
আরো জানুন “SIP না SWP কোন পদ্ধতিতে বিনিয়োগ করলে আপনি লাভবান হবেন ?জানুন আজকের প্রতিবেদনে”