Who records our investments?:- ভবিষৎতের কথা ভেবে সঞ্চয় করতেই হয়। আর সেই সঞ্চয়ের জন্য প্রয়োজন বিনিয়োগ। তাই বিনিয়োগের কথা উঠলেই আমাদের মাথায় যে ধারণা আসে তা হলো এই Mutual Fund। এই মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ তো অনেকেই করেন কিন্তু আপনারা কি জানেন সেই বিনিয়োগ এর রেকর্ড কে রাখে? এবং এস ই বি এই (SEBI) -এর কাজ কী?এই বিষয়টিই হলো আমাদের আজকের এর প্রতিবেদনের মূল আলোচ্য বিষয়।
মিউচুয়াল ফান্ড কি? (What is Mutual Fund?)
অনেকের কাছেই হয়তো অজানা যে মিউচুয়াল ফান্ড আসলে জিনিসটা কি? কিবা কাজ এর? তবে জেনে রাখুন মিউচুয়াল ফান্ড হলো একটি বিনিয়োগ এর মাধ্যম যেখানে আপনি লামসাম এর মতো একবারে বিপুল পরিমান টাকা না দিয়ে মাসে মাসে নির্দিষ্ট পরিমান অর্থ নির্দিষ্ট সময়সীমা ধরে দিতে হয়। এতে শেয়ার বাজারের থেকে ঝুঁকি অনেকটা কম হয়। তাই শেয়ার বাজার এর থেকে মিউচুয়াল ফান্ড -এ বিনিয়োগ করা অনেকটা লাভদায়ক।
বিভিন্ন ধরনের মিউচুয়াল ফান্ড (Types of Mutual Fund)
শেয়ার বাজারের সাথে সরাসরি জড়িত না থেকেও Mutual Fund -এ বিনিয়োগ করা যেতে পারে। এই ফান্ড নানা ধরনের হয়ে থাকে যেমন ইক্যুইটি ফান্ড (Equity Fund), হাইব্রিড ফান্ড (Hybrid Fund) এবং ডেট ফান্ড (Debt Fund)। আর্থিক লক্ষ্য এবং বিনিয়োগের ইচ্ছের উপর নির্ভর করে ফান্ড বেছে নেওয়া যায়।
মিউচুয়াল ফান্ডে কিভাবে SIP করতে হয়?
- প্রথমেই আপনাকে ঠিক করতে হবে যে আপনি মাসে কত টাকা ইনভেস্ট করতে চাইছেন।
- তারপর দেখতে হবে যে আপনি কি ধরণের সুদ পেতে চাইছেন, সেই মতো মিউচুয়াল ফান্ড নির্বাচন করতে হবে।
- এরপর প্রতি মাসে কোন তারিখে টাকা জমা করবেন তার ডেট ফিক্সড করতে হবে।
- শেষমেষ শেয়ার মার্কেটের যে সমস্ত আপ রয়েছে সেখান থেকে আপনি খুব সহজেই এই SIP তে বিনিয়োগ করতে পারবেন।
তাহলে বিনিয়োগের রেকর্ড কে রাখে? Who records our investments?
Records Our Investments:-আচ্ছা বিনিয়োগতো করলেন তাহলে এবার আসা যাক এইসব বিনিয়োগের রেকর্ড কে রাখে? ভারতের সমস্ত মিউচুয়াল ফান্ডগুলি সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়ার (SEBI) দ্বারা নিয়ন্ত্রিত হয়। মিউচুয়াল ফান্ড নিয়মাবলীতে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি (AMC) এবং কাস্টোডিয়ানদের ভূমিকা এবং দায়িত্ব খুব ভালো করে ব্যাখ্যা করা আছে।
বিনিয়োগের নিয়মাবলী
এটি মনে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে প্রত্যেক বিনিয়োগকারীকে বিনিয়োগের আগে মূলত একটি কার্যকর KYC প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। অতএব, যে সমস্ত বিনিয়োগকারীদের বৈধ PANকার্ড আছে তারাই এই মিউচুয়াল ফান্ড স্কিমগুলিতে বিনিয়োগ করতে পারেন। এমনকি এই ধরনের বিনিয়োগকারীরা ব্যাংকের যাবতীয় বিবরণও প্রদান করেন যার ফলে তারা সমস্ত তোলা টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে জমা করতে পারে। অতএব মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করার আগে সবার আগে অবশ্যই আপনাকে একজন বৈধ PAN Card Holder হতে হবে।
Securities and Exchange Board of India (SEBI) -এর কাজ কী? (Important of SEBI)
সমস্ত AMC (Asset Management Companies)-গুলি যাতে একটি ট্রাস্টি বোর্ডের তত্ত্বাবধানে থাকে তার সুনিশ্চিত করে এই Securities and Exchange Board of India (SEBI)। তবে এদের মধ্যে কয়েকজনকে আবার অবশ্যই স্বাধীন ব্যক্তি হতে হবে। এই ট্রাস্টিগুলি একটি বা অধিক সুরক্ষা এবং সম্মতির স্তর প্রদান করে থাকে।
সুরক্ষা(Records Our Investments)
মিউচুয়াল ফান্ডের ট্রাস্টিশিপ এর এই নিয়মাবলী এবং সুরক্ষাগুলি অপব্যবহার বা হস্তান্তর -এর হাত থেকে রক্ষা করে।তাছাড়াও এটি সুনিশ্চিত করে যে কেউ আপনার টাকা নিয়ে পালিয়ে যেতে পাড়বে না।
আরো দেখুন >>>Who keeps a record of my investments?
উপসংহার
সুতরাং, জানা গেলো যে আমরা যে সমস্ত মিউচুয়াল ফান্ডে এস এই পি মাধ্যমে বিনিয়োগ করে থাকি তার সমস্ত রেকর্ড রাখে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া (Securities and Exchange Board of India / SEBI)। মিউচুয়াল ফান্ডে সবথেকে বেশি যেটা দরকার তা হলো ধৈর্য। কারন শেয়ার বাজারে Up-Down কোনো অস্বাভাবিক ব্যাপার নয়। তাই Mutual Fund থেকে উচ্চ রিটার্ন পেতে কমপক্ষে ৪-৫ বছরের জন্য বিনিয়োগ করা যেতে পারে। তাছাড়াও আপনি ২-৩ বছরের জন্য বিনিয়োগ করতে পারবেন।
দাবিত্যাগ :-একটি কথা ভালো করে জেনে রাখা ভালো আমরা কোনো সিকিউরিটি এন্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া (SEBI ) নির্ধারিত আর্থিক উপদেষ্টা নই।
এই প্রতিবেদনটি শুধু মাত্র শিক্ষামূলক উদ্দ্যেশে তৈরি করা হয়েছে। আমরা কোনো ভাবে বিনিয়োগ করার পরামর্শ প্রদান করি না। আপনার বিনিয়োগের সিদ্ধান্ত আপনার নিজের এবং ঝুঁকি সহনশীলতার উপর নির্ভর করে নিতে হবে। কারণ মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ বাজার গত ঝুঁকি সাপেক্ষ